উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় বেড়েছে নদ-নদীর পানি
- আপডেট সময় : ০১:১৫:৫৫ অপরাহ্ন, সোমবার, ৩০ অগাস্ট ২০২১
- / ১৫২০ বার পড়া হয়েছে
উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বিভিন্ন জেলায় বেড়েছে নদ-নদীর পানি। এতে পানিবন্দী হয়ে পড়েছে চর ও নিম্নাঞ্চলের হাজারো মানুষ। অনেক এলাকায় দেখা দিয়েছে নদী ভাঙ্গন।
কুড়িগ্রামের নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকায় সার্বিক বন্যা পরিস্থিতির আরও অবনতি হয়েছে। দু’শতাধিক চর প্লাবিত হয়েছে। পানিবন্দী হয়েছে অন্তত অর্ধ লক্ষাধিক মানুষ। পানি উন্নয়ন বোর্ড জানায়, সকালে ধরলার পানি বিপৎসীমার ৩৪ সেন্টিমিটার ও ব্রক্ষপুত্র নদের পানি ২৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। জেলার প্রায় ১৪ হাজার হেক্টর জমির আমন ক্ষেত পানিতে তলিয়ে গেছে।
এদিকে, উজানের ঢল ও ভারি বর্ষণে টাঙ্গাইলে যমুনা, ধলেশ্বরী, ঝিনাই নদীসহ বিভিন্ন নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। জেলা সদর, ভূঞাপুর, কালিহাতী, নাগরপুর, বাসাইলসহ বিভিন্ন এলাকার মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। সেই সাথে শুরু হয়েছে নদী ভাঙন।
গত ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ পয়েন্টে স্থিতিশীল থাকলেও, কাজিপুরের মেঘাই ঘাটে বেড়েছে। দু’টি পয়েন্টেই পানি বিপদসীমার অনেক উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। অনেক এলাকার বাড়ি-ঘর, রাস্তা-ঘাট ও ফসলি জমি পানিতে তলিয়ে গেছে।
মানিকগঞ্জে গেল ২৪ ঘন্টায় যমুনা নদীর পানি আরিচা পয়েন্টে ৩ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার ৫ সেন্টিমিটার উপর দিয়ে বইছে। জেলার হরিরমাপুর, দৌলতদপুর, শিবালয় ও সাটুরিয়া এলাকায় নদী ভাঙ্গন দেখা দিয়েছে।