উজান থেকে ঢলে নেমে এসে কিশোরগঞ্জের নদী অববাহিকার বোরো জমি প্লাবিত
- আপডেট সময় : ০২:৫৫:১৯ অপরাহ্ন, বুধবার, ৬ এপ্রিল ২০২২
- / ১৫৪০ বার পড়া হয়েছে
উজান থেকে নেমে আসা ঢলে কিশোরগঞ্জের হাওরের ধনু ও বাউলা নদীর পানি বাড়ছে। ইতিমধ্যে ইটনা হাওরে নদীর অববাহিকায় দুইশো একর বোরো ধানের জমি প্লাবিত হয়েছে। এসব জমি থেকে কাঁচা-পাকা ধান কাটছে কৃষক। এদিকে, কয়েকটি ফসল রক্ষা বাঁধ না ভাঙলেও রয়েছে হুমকির মুখে। দিন-রাত পরিশ্রম করে এসব বাঁধের ঝুঁকিপুর্ণ স্থান মেরামত করছেন প্রশাসন ও এলাকাবাসী।
ভারতের চেরাপুঞ্জিতে অতিরিক্ত বৃষ্টি হয়েছে। সেই পানি উজান থেকে ঢলে নেমে এসে কিশোরগঞ্জের নদী অববাহিকার বোরো জমি প্লাবিত হয়েছে।
ডুবে যওয়ার কারণে এসব জমি থেকে কাঁচা-পাকা ধান কাটছে কৃষক। অসময়ে পানি আসায় ভোগান্তিতে তারা।
মূল হাওরে এখও পানি ঢুকেনি; কিন্ত আগাম বন্যার শঙ্কায় ঘুম নেই কৃষকের চোখে।
পানি উন্নয়ন বোর্ডের লোকজনের পাশাপাশি স্থানীয় কৃষকরা নিজ উদ্যোগেই বাঁধ মেরামত করার কাজে দিন-রাত ব্যস্ত।
সার্বক্ষণিক বাঁধ তদারকি করছে পানি উন্নয়ন বোর্ড।
বাঁধের ঝুঁকিপুর্ন স্থানগুলো পরিদর্শন করেছেন জেলা প্রশাসক। বলছেন, আগামীতে উজানের ঢলে ফসল রক্ষা করার ব্যবস্থা নেয়া হবে।
কিশোরগঞ্জের হাওরে এবার ১ লাখ ৪ হাজার হেক্টর জমিতে বোরো ধানের আবাদ হয়েছে।