উজান থেকে নামা ঢলের আগামী দু-এক দিনে হাওরাঞ্চলে পানি আরো বাড়তে পারে
- আপডেট সময় : ০৪:৫৭:১৩ অপরাহ্ন, সোমবার, ৪ এপ্রিল ২০২২
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
উজান থেকে নামা ঢলের পানি আগামী দু-এক দিনে হাওরাঞ্চলে আরো বাড়তে পারে বলে জানাচ্ছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র। এদিকে, পানির তীব্র স্রোতে হাওরাঞ্চলের বাঁধগুলো ভেঙ্গে তলিয়ে যাচ্ছে ফসলী মাঠ। ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষক।
বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের তথ্য মতে, ভারতের চেরাপুঞ্জিতে শুক্র ও শনিবার দু’দিন ভারী বৃষ্টি হয়েছে। আগামী দুই দিনে এই বৃষ্টি আবার বাড়তে পারে। ওই বৃষ্টিতে দেশের বিস্তীর্ণ হাওর এলাকার পাশের নদ-নদীর পানি বইবে বিপদসীমার কাছাকাছি দিয়ে।
এদিকে, পাহাড়ি ঢলে সুনামগঞ্জের নজরখালি বাঁধ ভেঙে পানির নিচে চলে গেছে কয়েক হাজার কৃষকের বোরো ধান। সময়মতো বাঁধ নির্মাণ না করা এবং তদারকির অভাবকে দুষছেন হাওর বাঁচাও আন্দোলনের নেতারা। ৭ দিন ধরে চেষ্টা চলছিল নজরখালি বাঁধ মেরামতের। কিন্তু বৃথা গেছে কৃষকের সব শ্রম।এদিকে, পাহাড়ি ঢলে তলিয়েছে কিশোরগঞ্জের ইটনা হাওরের অন্তত দুইশো একর জমির ধান। দু’দিন ধরে অনবরত পানি ঢুকছে টাঙ্গুয়ার হাওরে।