উত্তরাঞ্চলে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে চলছে ট্রেন
- আপডেট সময় : ১১:১৪:১৯ পূর্বাহ্ন, সোমবার, ২৩ মার্চ ২০২০
- / ১৫৭৮ বার পড়া হয়েছে
উত্তরাঞ্চলে করোনা ভাইরাসের ঝুঁকি নিয়ে চলছে ট্রেন। হাজার হাজার যাত্রী গাদাগাদি করেই চলাচল করছে। ঝুঁকি এড়াতে স্বাস্থ্য পরীক্ষা বা পরিচ্ছন্নতার ব্যবস্থা নেই ট্রেনে। এ নিয়ে উদ্বিগ্ন যাত্রী ও রেল কর্মচারিরা।
পশ্চিমাঞ্চল রেলওয়ের লালমনিরহাট ডিভিশনে উত্তরাঞ্চলে নয়টি জেলায় প্রতিদিন ৪৬টি আন্তঃনগর, মেইল ও লোকাল ট্রেন চলছে। এসব ট্রেনে প্রতিদিন ৪০ হাজারের বেশি যাত্রী চলাচল করছে। কিন্তু ষ্টেশন, প্লাটফর্ম ও ট্রেনে করোনা ভাইরাস ঠেকাতে প্রচারনা, হাত ধোয়া, স্বাস্থ্য পরীক্ষা, জীবানু নাশক ছিটানোর কোন ব্যবস্থা নেই। এ নিয়ে উদ্বিগ্ন যাত্রীরা।
গেল সপ্তাহে একটি চিঠি দিয়ে রেল কর্তৃপক্ষ পরিচ্ছন্নতা বাড়ানোর নির্দেশ দিলেও কার্যকারীতা নেই। এতে রেল কমর্চারিরাও রয়েছে আতংকে।
যাত্রীদের সচেতন করতে উদ্যোগ নেয়া হচ্ছে, জানান এ রেল কর্মকর্তা।করোনা ভাইরাস সম্পর্কে সচেতনতা বাড়াতে প্রচারনার পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতের দাবি রেল যাত্রীদের।