উত্তরে আবারো জেঁকে বসেছে শীত
- আপডেট সময় : ১২:৩৯:০২ অপরাহ্ন, শনিবার, ২৯ জানুয়ারী ২০২২
- / ১৫২৯ বার পড়া হয়েছে
উত্তরে আবারো জেঁকে বসেছে শীত।এতে বিপাকে পড়েছে শ্রমজীবিসহ অসহায় মানুষ, আগুনে খড়কুঠো জ্বালিয়ে চলছে শীত নিবারণের চেষ্টা।
কুড়িগ্রামে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। যা গতকালের তুলনায় ১ ডিগ্রী সেলসিয়াস বেশী। কুড়িগ্রাম আবহাওয়া পর্যবেক্ষন কেন্দ্র জানায়, আরো দু’একদিন তাপমাত্রা নিম্নগামী থাকতে পারে। তাপমাত্রা নিম্নগামী থাকায় চরম দুর্ভোগে পড়েছেন এ জেলার মানুষ। বোরা চারা রোপনের ভরা মৌসুমে সবচেয়ে বেশি বিপাকে কৃষি শ্রমিক। কনকনে ঠান্ডা উপেক্ষা করেই মাঠে কাজ করছেন তারা।
দিনাজপুরে মৃদ্যু শৈত্যপ্রবাহ অব্যাহত রয়েছে। সকাল থেকে ঘন কুয়াশায় ঢাকা চারদিক। তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন।তবে আবহাওয়া অধিদফত বলছে, তাপমাত্রা ধীরে ধীরে বাড়বে।
হিমালয়ের কাছে পঞ্চগড়ে বরাবরই শীতের প্রকোপ বেশি থাকে। শীতকালে বেশির ভাগ সময় দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে প্রান্তিক এ জেলায়। এবারোও শীত জেঁকে পঞ্চগড়ে চলছে মাঝারি শৈত্য প্রবাহ। দিনে রোদ থাকলেও সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে বাড়ছে ঠাণ্ডা, বাড়ছে শীতের অনূভূতি।
চুয়াডাঙ্গার উপর দিয়েও বয়ে যাচ্ছে মাঝারি শৈত্য প্রবাহ। হাসপাতাল গুলোতে শীতজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে। গরম কাপড়ের অভাবে আগুন জ্বালিয়ে শীত নিবারণের চেষ্টা করছে স্থানীয়রা।