উত্তরে তাবিথ আউয়াল এবং দক্ষিণে রিপন ও ইশরাক
- আপডেট সময় : ০৯:২৪:৩৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ ডিসেম্বর ২০১৯
- / ১৫৪৩ বার পড়া হয়েছে
আসন্ন ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদে তাবিথ আউয়াল এবং দক্ষিণে আসাদুজ্জামান রিপন ও ইশরাক হোসেন বিএনপির দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন। বিকেলে রাজধানীর নয়া পল্টনে দলীয় কার্যালয়ে থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করে নির্বাচনে ইভিএম ব্যবহারে আশঙ্কার কথা জানান। সুষ্ঠু নির্বাচন হলে, জয়ের ব্যাপারেও আশাবাদী তারা।
ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি নির্বাচনে অংশ নিতে আগ্রহী প্রার্থীদের দলীয় মনোনয়ন সংগ্রহ করতে আসা নেতাকর্মীদের পদচারনায় সরগরম নয়াপল্টন বিএনপির কার্যালয়।
উত্তর সিটি কর্পোরেশন নির্বাচনে মেয়র পদে অংশ নিতে নেতাকর্মীদের সাথে নিয়ে দলীয় কার্যালয়ে আসেন ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টুর ছেলে, বিএনপির নির্বাহী কমিটির সদস্য তাবিথ আউয়াল। আর দক্ষিণের দলীয় মেয়র পদে মনোনয়ন সংগ্রহ করেন বিএনপির ভাইস চেয়ারম্যান প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার ছেলে প্রকৌশলী ইশরাক হোসেন এবং দলের নির্বাহী কমিটির বিশেষ সম্পাদক আসাদুজ্জামান রিপন।
দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবীর রিজভীর হাত থেকে একের পর এক দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেন তারা।
মনোনয়ন ফরম সংগ্রহের পর প্রতিক্রিয়ায়, নির্বাচনে অংশ নিয়ে জনগণের ভোটের অধিকার আদায়ে লড়াই চালিয়ে যাওয়ার কথা জানান তাবিথ আউয়াল।
এ সরকারের আমলে সুষ্ঠু নির্বাচন হবে না বলে জানান আসাদুজ্জামান রিপন। সবশেষে মনোনয়ন ফরম সংগ্রহ করে ঢাকার সাবেক মেয়র সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেন বলেন, জনগনের অধিকার প্রতিষ্ঠা ও খালেদা জিয়াকে মুক্ত করতেই নির্বাচনে অংশ নিচ্ছেন তিনি।
ইভিএমে সুষ্ঠু নির্বাচনে শঙ্কার রয়েছে জানিয়ে আগামী ৩০ জানুয়ারির নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী বিএনপির প্রার্থীরা।