উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের আগাম টিকেট বিক্রি শুরু
- আপডেট সময় : ০৪:৩৪:৪৫ অপরাহ্ন, শুক্রবার, ২২ মার্চ ২০২৪
- / ১৭৭১ বার পড়া হয়েছে
ঈদ উপলক্ষে উত্তর ও দক্ষিণাঞ্চলের বিভিন্ন রুটের বাসের আগাম টিকেট বিক্রি শুরু হয়েছে। রাজধানীর কল্যাণপুর এবং আশপাশের কাউন্টারে টিকেট বিক্রি শুরু করেছে পরিবহনগুলো। টিকেট বিক্রেতারা বলছেন, ৭ থেকে ৯ এপ্রিলের যাত্রীদের চাপ বেশি। আর যাত্রীরা বলছেন, অনলাইনের পাশাপাশি কাউন্টারেও আগাম টিকিট কাটার সুবিধার ফলে ভোগান্তি অনেকটাই কমেছে।
ঈদুল ফিতরের বাকি এখনো ১৮ দিন। এরই মধ্যে রাজধানী ঢাকায় দূরপাল্লার বাসের আগাম টিকিট বিক্রি শুরু হয়েছে। তবে এখন আগের মতো নেই দীর্ঘ লাইন। ঘরে বসেই অনলাইনেই টিকিট কিনতে পারছেন যাত্রীরা। যাত্রীরা বলছেন, অনলাইন ভিত্তিক টিকিট কেনার সুবিধায় সময় ও অর্থ- দুইই বেঁচে যাচ্ছে। সেই সাথে সুবিধা অনুযায়ী আগাম বাসের সিট বুকিং করতে পারছেন যাত্রীরা।
বাস কাউন্টার ম্যানেজারদের আশাবাদ, বিগত বছরের তুলনায় এবার অনলাইনে ব্যাপক সাড়া মিলবে যাত্রীদের। তবে গাবতলী বাস কাউন্টারে নেই যাত্রীদের সাড়া। পদ্মা সেতু চালুর পর থেকেই এই রুটে দক্ষিণাঞ্চলের যাত্রীদের সংখ্যা কমে গেছে বলে জানান কাউন্টার ম্যানেজাররা। এরই মধ্যে ঈদ-যাত্রীদের চাপ সামাল দিতে প্রস্তুতি নিচ্ছে বিভিন্ন গণপরিবহন।