উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রস্তাবে ভেটো
- আপডেট সময় : ০৮:৫৯:১৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ মে ২০২২
- / ১৬৫০ বার পড়া হয়েছে
উত্তর কোরিয়ার ওপর জাতিসংঘের পক্ষ থেকে আরও নিষেধাজ্ঞা আরোপে মার্কিন প্রস্তাবের ভেটো দিয়েছে চীন ও রাশিয়া। নতুন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের ঘটনায় দেশটির ওপর এই আরোপ আনতে প্রস্তাব দেয় যুক্তরাষ্ট্র।
২০০৬ সালে উত্তর কোরিয়াকে শাস্তি দেওয়া শুরু করার পর এবারের এ ভেটো নিরাপত্তা পরিষদকে প্রথম বারের মতো প্রকাশ্যে বিভক্ত করেছে। নিরাপত্তা পরিষদের বাকি ১৩ সদস্য-রাষ্ট্র যুক্তরাষ্ট্রের খসড়া প্রস্তাবের পক্ষে ভোট দিয়েছে। খসড়ায় উত্তর কোরিয়ায় তামাক ও তেল রপ্তানি নিষিদ্ধ করার প্রস্তাব ছিল। গত ১৬ বছরে নিরাপত্তা পরিষদ ধীরে ধীরে সর্বসম্মতিক্রমে উত্তর কোরিয়ার পারমাণবিক অস্ত্র ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র কর্মসূচির জন্য তহবিল বন্ধ করার লক্ষ্যে নিষেধাজ্ঞা বাড়িয়ে আসছে। নিরাপত্তা পরিষদ সর্বশেষ ২০১৭ সালে উত্তর কোরিয়ার ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করেছিল। তখন থেকেই চীন ও রাশিয়া মানবিক কারণে এসব নিষেধাজ্ঞা শিথিল করার জন্য জাতিসংঘকে চাপ দিয়ে আসছে।