উত্তাল হয়ে উঠেছে কুয়েট ক্যাম্পাস
- আপডেট সময় : ০৮:২৪:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ ডিসেম্বর ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক প্রফেসর ড. সেলিম হোসেনের মৃত্যুর জেরে উত্তাল হয়ে উঠেছে কুয়েট ক্যাম্পাস। পরিস্থিতি সামলাতে আগামী ১৩ ডিসেম্বর পর্যন্ত ক্যাম্পাস বন্ধ ঘোষণা এবং আজকের মধ্যেই শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ।
উদ্ভূত পরিস্থিতিতে সকালে অনুষ্ঠিত জরুরী সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নিয়ে শিক্ষার্থীদের হলত্যাগের নির্দেশ দেয়া হয়। সকাল থেকেই ক্যাম্পাসে বিপুল পরিমাণ পুলিশ মোতায়েন করা হয়। কর্তৃপক্ষ জানায়, কুয়েট ছাত্রলীগের একটি গ্রুপ অধ্যাপক ড. সেলিমকে অবরুদ্ধ করে মানসিক নির্যাতন করলে তিনি অসুস্থ হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়। সিসিটিভি ফুটেজে ওই শিক্ষককে পথরোধ করে ধরে নিয়ে যাওয়ার দৃশ্য ধরা পড়েছে। মানসিক নির্যাতনের কারণে হার্ট অ্যাটাকে অধ্যাপক ড. মোহাম্মদ সেলিম হোসেনের মৃত্যুকে- ‘হত্যা’ হিসবে উল্লেখ করে দায়ী ছাত্রলীগ নেতাদের বহিষ্কারসহ দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বিক্ষুব্ধ হয়ে উঠেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। এতে ক্যাম্পাস উত্তপ্ত হয়ে পড়েছে।