উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন করা হচ্ছে : মির্জা ফখরুল
- আপডেট সময় : ০৭:২৪:২৬ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২০
- / ১৫২৯ বার পড়া হয়েছে
নির্বাচন কমিশনকে অকার্যকর করে ক্ষমতাসীন দলকে সব ক্ষমতা দিতে উদ্দেশ্যপ্রণোদিতভাবে স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। অপ্রয়োজনীয় ও অযৌক্তিক উদ্যোগ থেকে নির্বাচন কমিশনকে বিরত থাকতে আহ্বান জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। বিকেলে গুলশানে বিএনপি চেয়ারপার্সনের কার্যালয়ে সংবাদ সম্মেলনে তারা এসব কথা বলেন।
নির্বাচন কমিশনের প্রস্তাবিত স্থানীয় সরকার প্রতিষ্ঠান নির্বাচন আইন ২০২০’র বিষয়ে প্রতিক্রিয়া জানাতে বিএনপির এই সংবাদ সম্মেলন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেন, স্থানীয় সরকার নির্বাচনগুলোর আলাদা আইন থাকা সত্ত্বেও সেগুলোকে একসঙ্গে করে আইন প্রণয়ন অপ্রয়োজনিয় ও অযৌক্তিক।
ইউনিয়ন পরিষদে রাজৈনতিক মনোনয়ন সহিংসতা গ্রাম পর্যায়ে নিয়ে গেছে উল্লেখ করে এ বিধান বাদ দেয়ারও দাবি জানান তিনি।
সংবাদ সম্মেলনে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, নির্বাচন কমিশন শুরু থেকেই সরকারের এজেন্ডা বাস্তবায়ন করে যাচ্ছে। এ আইনও উদ্দেশ্য প্রণোদিতভাবে করা হচ্ছে।
এর আগে সকালে জাতীয় প্রেসক্লাবে অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনে প্রয়াত মেয়র সাদেক হোসেন খোকার প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে তার বর্ণাঢ্য জীবনী নিয়ে আয়োজিত প্রামাণ্য ও চিত্র প্রদর্শনীতে অংশ নেন বিএনপি মহাসচিব। এ সময় দেশের রাজনৈতিক সংকট উত্তরনে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান তিনি ।