উদ্বোধনের ১ বছর পরেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু হয়নি

- আপডেট সময় : ১০:৩৯:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ অক্টোবর ২০১৯
- / ১৫৯২ বার পড়া হয়েছে
উদ্বোধনের ১ বছর পরেও চুয়াডাঙ্গা সদর হাসপাতালের নতুন ভবনে চিকিৎসা কার্যক্রম চালু হয়নি। ফলে পুরাতন ১শ বেডের ভবনেই গাদাগাদি করে চিকিৎসা নিতে বাধ্য হচ্ছে রোগীরা। অন্যদিকে, নতুন ভবনে নিয়ে আসা অনেক যন্ত্রপাতি এখন অকেজো হয়ে যাচ্ছে। নতুন ভবনে কার্যক্রম চালু না হওয়ার কারণ হিসেবে লোকবল সংকটকেই দায়ি করছে হাসপাতাল কর্তৃপক্ষ।
চুয়াডাঙ্গায় রোগীদের দুর্ভোগ কমাতে ১শ’ শয্যার সদর হাসপাতালের পাশে ৩০ কোটি ৫০ লাখ টাকা ব্যয়ে দেড়শ’ শয্যার নতুন ভবন নির্মাণ করা হয় ৩ বছর আগে। ২০১৮ সালের ২৮ অক্টোবর ভবনটি উদ্বোধন করেন সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহম্মদ নাসিম। কিন্তু এর এক বছর পেরিয়ে গেলেও শুরু হয়নি চিকিৎসা কার্যক্রম। বর্হিবিভাগে প্রতিদিন এক থেকে দেড় হাজার রোগী চিকিৎসা নিচ্ছে। আর ভর্তি থাকছে ৩-৪শ’ রোগী। বেড না পেয়ে রোগীরা মেঝে, বারান্দা ও সিঁড়ির পাশে চিকিৎসা নিচ্ছে।
নতুন ভবনটিতে আধুনিক চিকিৎসার সব সুযোগ সুবিধা থাকা সত্বেও, উন্নত বা জটিল চিকিৎসার জন্য রোগীদের ঢাকা, খুলনা ও রাজশাহী যেতে হয়। এদিকে, প্রয়োজনের অর্ধেক জনবল নিয়ে চালানো হচ্ছে সদর হাসপাতালটি। এর মধ্যে নতুন ভবন চালু হলে আরো বেড়ে যাবে জনবল সংকট। তাই ডাক্তার, নার্সসহ কর্মকর্তা-কর্মচারী নিয়োগ চেয়ে মন্ত্রণালয় বরাবর আবেদন করা হয়েছে, জানালেন মেডিকেল কর্মকর্তা। সদর হাসপাতালটিতে চিকিৎসার সুবিধা বাড়াতে কর্তৃপক্ষ দ্রুত ব্যবস্থা নেবে এমনটাই দাবি জেলাবাসীর।