উদ্বোধনের ৪ মাস পরও চালু হয়নি মাদারীপুরের ট্রমা সেন্টার
- আপডেট সময় : ০৩:৩২:৪১ অপরাহ্ন, বুধবার, ২৬ এপ্রিল ২০২৩
- / ১৭৮৯ বার পড়া হয়েছে
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুর্ঘটনায় আহতদের চিকিৎসার জন্য ট্রমা সেন্টার উদ্বোধনের ৪ মাসেও চালু করা সম্ভব হয়নি। ফলে প্রায় ১২ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই চিকিৎসা সেবা কেন্দ্রটি জনসাধারণের কোন কাজেই আসছে না। এতে স্থানীয়দের পাশাপাশি ক্ষুব্ধ নাগরিক সমাজ। জনবল সংকটের দোহাই দিয়ে দায় এড়ানোর চেষ্টা স্বাস্থ্য বিভাগের।
যাত্রাবাড়ি-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের মাদারীপুরের শিবচরের দত্তপাড়ায় দাঁড়িয়ে আছে চকচকে ও পরিস্কার তিনতলাবিশিষ্ট ভবনটি। ইলিয়াস আহমেদ চৌধুরী ট্রমা সেন্টারটি গত বছরের নভেম্বরে উদ্বোধন করেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। কিন্তু সেখানে এখনও ঝুলছে তালা।
এতে মহাসড়কে দুর্ঘটনায় আহতদের চিকিৎসা দেয়া সম্ভব না হওয়ায় নিয়ে যাওয়া হয় শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ ঢাকা মেডিকেলে। এতে মাঝপথে অনেক রোগীর মৃত্যু হয়। তাই জনস্বার্থে দ্রুত ট্রমা সেন্টারটি চালুর দাবী এলাকাবাসীর।
গত ১৯ মার্চ এক্সপ্রেসওয়ের কুতুবপুরে যাত্রীবাহী বাস দুর্ঘটনায় ১৯ জনের প্রাণহানী হয়। আহত হয় অনেকেই। কিন্তু তারপরও টনক নড়ছে না কর্তৃপক্ষের। অথচ, ট্রমা সেন্টারটি চালু না হওয়ায় স্বাস্থ্যবিভাগের অবহেলায় অন্যতম কারণ হিসেবে দেখছেন সচেতন নাগরিক সমাজ।
পর্যাপ্ত জনবল না থাকায় আধুনিক এই ট্রমা সেন্টারটি চালু করা সম্ভব হচ্ছে না বলে জানায় জেলার স্বাস্থ্য বিভাগের শীর্ষ কর্মকর্তা। ১১ কোটি ৯৬ লাখ টাকা নির্মিত ট্রমা সেন্টারটিতে ২ জন আবাসিক মেডিকেল কর্মকর্তাসহ ১৪ জন চিকিৎসক, ১০ জন নার্স ও ফার্মাসিষ্ট-টেকনিশিয়ানসহ ৩৪টি পদে জনবল থাকার কথা থাকলেও এখনো নিয়োগ দেয়া হয়নি কোন পদে।