উদ্ভাবনী চিন্তার বদলে এক শ্রেণীর চিকিৎসক টাকা কামাতেই ব্যস্ত : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০২:২১:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ মার্চ ২০২৩
- / ১৬৪০ বার পড়া হয়েছে
দেশের চিকিৎসাখাতে গবেষণা সবচেয়ে সীমিত। বিষয়টি দু:খজনক মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, এক শ্রেনীর চিকিৎসক উদ্ভাবনী চিন্তার পরিবর্তে শুধু টাকা কামাতেই ব্যস্ত। রাজধানীর ওসমানি স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত এক অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রী বলেন, বিএনপি সরকারের উদাসীনতার কারণে, দেশ বিজ্ঞান ও গবেষণায় পিছিয়ে ছিল। দেশের খাদ্যে স্বয়ংসম্পূর্নতা অর্জন–গবেষণার ফসল মন্তব্য করে তরুণদের গবেষণায় মনোযোগী হবার আহ্বান জানান শেখ হাসিনা।
বিজ্ঞান মনস্ক জাতি গঠনের লক্ষে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও গবেষনা প্রতিষ্ঠানের বিজ্ঞানী, গবেষক, শিক্ষক ও শিক্ষার্থীদের মধ্যে বঙ্গবন্ধু বিজ্ঞান ও প্রযুক্তি ফেলোশিপ, এনএসটি ফেলোশিপ ও বিশেষ গবেষণা অনুদান ২০২৩ এর মনোনীত ব্যক্তিদের হাতে বিশেষ অনুদানের ৪৭টি চেক তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজধানির ওসমানি স্মৃতি মিলনায়তনে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত অনুষ্ঠানে বক্তব্যের শুরুতেই বিজ্ঞান ও গবেষণাকে ঘিরে বঙ্গবন্ধুর দর্শন তুলে ধরেন প্রধানমন্ত্রী।