উন্নত চিকিৎসার জন্য ব্যাংকক নেয়া হয়েছে রওশন এরশাদকে
- আপডেট সময় : ০৮:৫৮:০৩ অপরাহ্ন, শুক্রবার, ৫ নভেম্বর ২০২১
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স যোগে ব্যাংকক নেয়া হয়েছে বিরোধী দলীয় নেতা ও জাতীয় পার্টির প্রধান পৃষ্ঠপোষক রওশন এরশাদকে।
শুক্রবার বিকেল ৫টায় থাইল্যান্ডের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেন তিনি। ব্যাংককের বামরুনগ্রাদ হাসপাতালে চিকিৎসা দেয়া হবে তাকে। রওশন এরশাদের ছেলে রাহগিব মাহি সাদ এরশাদ এমপি এ তথ্য নিশ্চিত করেন। তিনি তার দ্রুত আরোগ্য ও সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া কামনা করেন। এর আগে, গত ২৮ অক্টোবর জাতীয় পার্টির চেয়ারম্যান ও বিরোধী দলীয় উপনেতা জিএম কাদের জানিয়েছিলেন, বার্ধক্যজনিত নানা রোগে জীবন-মৃত্যুর সন্ধিক্ষণে রয়েছেন সংসদের বিরোধী দলীয় নেতা রওশন এরশাদ। নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার জন্য ১৪ আগস্ট সিএমএইচে গেলে পরীক্ষা-নিরীক্ষার পর চিকিৎসকরা হাসপাতালে ভর্তির পরামর্শ দেন। পরীক্ষায় ফুসফুসে অস্বাভাবিক মাত্রায় কার্বন ডাই অক্সাইডের উপস্থিতি পাওয়া যায়। তবে তার করোনা ও ডেঙ্গু পরীক্ষার ফল নেগেটিভ আসে।