উন্নয়নের নামে আলতাদিঘী জাতীয় উদ্যানের গাছ কেটে সাবাড়
- আপডেট সময় : ১২:০৮:৫০ অপরাহ্ন, শুক্রবার, ১০ মে ২০২৪
- / ১৬৯৭ বার পড়া হয়েছে
উন্নয়ন প্রকল্পের নামে কাটা হয়েছে নওগাঁর আলতাদিঘী জাতীয় উদ্যানের গাছ। ফলে মরুভূমিতে পরিণত হচ্ছে জাতীয় উদ্যান। দিঘী এলাকা ছেড়েছে কয়েক প্রজাতির পরিযায়ী পাখি ও বন্যপ্রাণী। আগের মতো আসছে না পর্যটক। এমন কাণ্ডে ক্ষুব্ধ পরিবেশবাদীরা।
২০১৮ সালের এই ছবিটি প্রমাণ করে কতটা সবুজ ছিলো আলতাদিঘী। কিন্তু বর্তমান সময়ের সেই দৃশ্যপট যেনো বড়ই অচেনা।
সম্প্রতি উদ্যান সংস্কারে সাড়ে ৬ কোটি টাকার প্রকল্প বাস্তবায়ন করে সরকার। যা করতে গিয়ে কেটে ফেলা হয়েছে দিঘীটির চারপাশের ছোট-বড় সব গাছ। ফলে বন ছেড়েছে অসংখ্য বন্যপ্রাণী। এখন শুনশান নীরবতায় পর্যটকরা খুঁজে ফেরেন পুরনো সেই আলতাদিঘীকে।
জাতীয় উদ্যানের দিঘী সংস্কারে জন্য করা হয় কমিটি। সদস্যদের দাবি, সংস্কার সভায় গাছ কাটার বিষয়ে কোন সিদ্ধান্ত হয়নি। তবে কে, কিভাবে এসব গাছ
কাটার সিদ্ধান্ত নিয়েছে তার কিছুই জানেন না তারা।
তবে প্রকল্পের বিষয়ে তেমন কিছুই বলতে চান না বন বিভাগের কর্মকর্তারা। জেলা প্রশাসক বলছেন, পরিবেশ এবং প্রকৃতি ক্ষতিগ্রস্ত হলে নেয়া হবে ব্যবস্থা।
২৬৪ হেক্টর বনভূমির ঠিক মাঝখানেই রয়েছে ৪৩ একর আয়তনের এই বিশাল দিঘী।