উন্নয়ণের নামে জনগণকে বিভ্রান্ত করছে সরকার
- আপডেট সময় : ০১:৪১:৫৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২২ ডিসেম্বর ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
উন্নয়ণের নামে জনগণকে বিভ্রান্ত করছে সরকার-এমন অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ৭১ এর মূল চেতনা পুণরুদ্ধার হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন জানান, শুধু দেশে নয় বিদেশেও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনে কাজ করছে বিএনপি।
স্বাধীনতার সূবর্ণ জযন্তী উদযাপনে বছরব্যাপী কর্মসূচি পালনের বিস্তারিত জানাতে গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বিএনপির এই সংবাদ সম্মেলন। বছরব্যাপী কর্মসূচি পালনে জাতীয় ও বিভাগীয়সহ মোট ২৫টি কমিটি ঘোষণা করা হয়। এসময় স্বাধীনতার সূবর্ণ জয়ন্তী উদযাপন কমিটির আহবায়ক বিএনপি নেতা ড. খন্দকার মোশাররফ হোসেন বলেন, আন্তর্জাতিক পর্যায়েও ৫০ বছর পূর্তি পালন করবে বিএনপি।
সংবাদ সম্মেলনে বিএনপির মহাসচিব সংশয় প্রকাশ করে জানান, করোনা ও রাজনৈতি ভয়াবহ পরিস্থিতির মধ্যে এই কর্মসূচিগুলো বিএনপি কতটুকু পালন করতে পারবে। মুক্তিযোদ্ধের মূল চেতনা ধ্বংস করে দিয়েছে সরকার, দাবি করে মির্জা ফখরুল বলেন, স্বাধীনতার সূবর্ণ জয়ন্তীতে ৭১’র চেতনা ও গণতন্ত্র পুনরুদ্ধারই মূল লক্ষ্য। সব ক্ষেত্রে স্বাধীনতার চেতনাকে ধ্বংস করা হয়েছে বলেও দাবি বিএনপির এই নেতার।