উন্নয়ন-অগ্রযাত্রায় হবিগঞ্জকে সমৃদ্ধ করতে ভুমিকা রাখবে এসএ গ্রুপ অব কোম্পানিজ
- আপডেট সময় : ০৪:০৯:২০ অপরাহ্ন, রবিবার, ৬ মার্চ ২০২২
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
দেশের পর্যটন শিল্প বিকাশে হবিগঞ্জ অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সম্ভাবনাময় এলাকা, মন্তব্য করেছেন এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক সালাহউদ্দিন আহমেদ। এই খাতকে সমৃদ্ধ করতে বেসরকারি উদ্যেক্তাদের বিনিয়োগ সহযোগিতায় সরকারকে আরো এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। এদিকে, সদর আসনের এমপি অ্যাডভোকেট আবু জাহির জানান, মানসম্মত আবাসন না থাকায় পর্যটনখাতে এখনো পিছিয়ে হবিগঞ্জ জেলা। এসএ গ্রুপের নির্মাণাধীন গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট এক্ষেত্রে বড় ভূমিকা রাখবে বলে আশাবাদী তিনি।
প্রাকৃতিক সৌন্দর্য্যের লীলভূমি হবিগঞ্জ জেলা। অপরূপা নদী, হাওর-বাওর, টিলা ও বিস্তীর্ণ সমতলভূমি, সুদৃশ্য চা-বাগান, রাবার বাগান আর প্রাকৃতিক গ্যাসের প্রাচুর্যে প্রাকৃতিক নৈসর্গ ঘেরা বহুমাত্রিক বৈশিষ্ট্যের অধিকারী এ অঞ্চল। যা আকৃষ্ট করে দেশী-বিদেশী পর্যটকদের।
পর্যটন খাতকে সমৃদ্ধ করতে দেশের বিভিন্ন এলাকায় হোটেল অ্যান্ড রিসোর্ট নির্মাণের উদ্যোগ গ্রহণ করে এসএ গ্রুপ অব কোম্পানিজ। ২০১৮ সালে রংপুরে যাত্রা শুরুর পর ২০২১ সালে সিলেটেও উদ্বোধন করা হয় আন্তর্জাতিক পাঁচ তারকা মানের চেইন গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্টের। এরই ধারাবাহিকতায় এখন হোটেল নির্মিত হচ্ছে হবিগঞ্জেও।
দেশী-বিদেশী পর্যটকদের চাহিদার কথা মাথায় রেখেই হবিগঞ্জের প্রাণকেন্দ্রে এই পাঁচতারকা মানের হোটেল নির্মাণ করা হচ্ছে বলে জানান, এসএ গ্রুপ অব কোম্পানিজের ব্যবস্থাপনা পরিচালক।
সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার শ্লোগানকে আরও সমৃদ্ধ করতে প্রয়োজন দেশের পর্যটন শিল্পের উন্নয়ন। তাই বেসরকারি উদ্যোক্তাদের ব্যাপারেও সরকারের আরো আন্তরিকতা প্রত্যাশা করেন তিনি।
এদিকে, জেলার উন্নয়ন-কান্ডারী সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহির বলেন, হবিগঞ্জের সকল উন্নয়ন ত্বরান্বিত হয়েছে এ অঞ্চলের পর্যটন ও শিল্প-কারখানাগুলোকে ঘিরেই। আর সংকট কাটিয়ে এতে বিশেষ ভূমিকা রাখবে গ্র্যান্ড প্যালেস হোটেল অ্যান্ড রিসোর্ট।
তিনবারের নির্বাচিত এই এমপি আরো বলেন, বর্তমান সরকারের উন্নয়ন পরিকল্পনায়ও অগ্রাধিকার পেয়েছে দেশের পর্যটন শিল্প।