উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না : সংসদে জিএম কাদের
- আপডেট সময় : ০১:২৮:০৩ অপরাহ্ন, সোমবার, ১০ এপ্রিল ২০২৩
- / ১৫৮২ বার পড়া হয়েছে
উন্নয়ন কখনো গণতন্ত্রের বিকল্প হতে পারে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় উপনেতা জি এম কাদের।জাতীয় সংসদে প্রধানমন্ত্রী উত্থাপিত ধন্যবাদ প্রস্তাবের ওপর বিশেষ আলোচনায় অংশ নিয়ে তিনি এ মন্তব্য করেন।
এদিন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা শেখ হাসিনার ১৪৭ বিধিতে উপস্থাপিত প্রস্তাবের ওপর আলোচনা অংশ নেন সংসদ সদস্যরা। এসময় বিরোধী দলীয় উপনেতা এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের বলেন, জনগণের স্বার্থ এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিতে সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন করা প্রয়োজন বলেও মত দেন তিনি। তবে আলোচনায় অংশ নিয়ে চীফ হুইপ নূর ই আলম চৌধুরী বলেন, বিরোধী দলের মিষ্টি কথায় ধোঁকা খাওয়ার সুযোগ নেই। আর রেল মন্ত্রী নুরুল ইসলাম সুজন বলেছেন, বিএনপির চ্ছত্রছায়ায় মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি একত্রিত হচ্ছে এবং দেশী বিদেশী ষড়যন্ত্র মোকাবিলায় সবাইকে ঐক্যবদ্ধ হবার আহ্বানও জানান তিনি।