উন্নয়ন কাজের মাধ্যমে পকেট ভারী করার কোন সুযোগ নেই : ওবায়দুল কাদের
- আপডেট সময় : ০৪:৫৯:১৩ অপরাহ্ন, শনিবার, ২৫ সেপ্টেম্বর ২০২১
- / ১৫১৯ বার পড়া হয়েছে
উন্নয়ন কাজের মাধ্যমে পকেট ভারী করার কোন সুযোগ নেই বলে জানিয়েছেন সড়ক পরিবহণ ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ প্রকল্প উদ্বোধনের সময় এ কথা বলেন তিনি। প্রকল্পের কাজে অনিয়মের অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে বলেও হুঁশিয়ারি দেন সেতুমন্ত্রী। এয়ারপোর্ট-আব্দুল্লাহপুর-ধউর-বড় আশুলিয়া-জিরাবো-বাইপাইল হয়ে ঢাকা ইপিজেড পর্যন্ত নির্মাণ করা হবে এই এলিভেটেড এক্সপ্রেসওয়ে।
তুরাগ থানার ধউর এলাকায় শনিবার ঢাকা-আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পাইলট পাইলিং উদ্বোধন করেন সড়ক পরিহবন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
প্রকল্প বাস্তবায়নে তহবিল সংক্রান্ত কোনো সমস্যা নেই জানিয়ে তিনি বলেন, আগামী দুই সপ্তাহের মধ্যে সম্পন্ন হবে এর ঋণচুক্তি।
কাজ চলাকালে জনগণের ভোগান্তি যাতে না হয়, সে ব্যাপারে খেয়াল রাখার তাগিদ দেন সেতুমন্ত্রী।
২০২৬ সালের জুন মাসে প্রায় ১৭ হাজার কোটি টাকা ব্যয়ে চার লেনের কাজ শেষ করার কথা রয়েছে বলেও জানান ওবায়দুল কাদের।