উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় অনিয়ম বা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে :কৃষিমন্ত্রী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:৫১:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২০
- / ১৫৪৪ বার পড়া হয়েছে
উন্নয়ন প্রকল্পের কেনাকাটায় অনিয়ম বা দুর্নীতি করলে কঠোর ব্যবস্থা নেয়া হবে এবং প্রয়োজনে চাকরিচ্যুত করা হবে বলে কর্মকর্তাদের কঠোর হুঁশিয়ারী দিয়েছেন কৃষিমন্ত্রী ড. মো: আব্দুর রাজ্জাক।
প্রকল্প পরিচালকদের উদ্দেশে কৃষিমন্ত্রী বলেন, কৃষি যন্ত্রপাতি, সার, বীজ ও অন্যান্য জিনিসসহ প্রকল্পের প্রত্যেকটা জিনিস কেনার সময় ই-জিপির মাধ্যমে উন্মুক্ত দরপত্রে কিনতে হবে। বাজার দরের চেয়ে বেশি দামে কেনার সুযোগ নেই। তাই কেউ কেনাকাটায় অনিয়ম করতে চাইলে তাকে চরম মূল্য দিতে হবে। অত্যন্ত সতর্কতার সাথে, স্বচ্ছতার সাথে ও জবাবদিহিতার মাধ্যমে প্রকল্প প্রণয়ন ও বাস্তবায়ন করতে হবে বলেও সাফ জানিয়ে দেন কৃষিমন্ত্রী। সকালে মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষ থেকে বার্ষিক উন্নয়ন প্রকল্প- এডিপির বাস্তবায়ন অগ্রগতি পর্যালোচনায় অনলাইন সভায় এ কথা বলেন কৃষিমন্ত্রী।