উন্নয়ন যারা দেখে না, তারা দৃষ্টিহীন : প্রধানমন্ত্রী
- আপডেট সময় : ০৮:৪৪:৩২ অপরাহ্ন, শনিবার, ৩১ ডিসেম্বর ২০২২
- / ১৫৬১ বার পড়া হয়েছে
স্মার্ট বাংলাদেশের উপযুক্ত প্রজন্ম গড়ে তোলার উদ্যোগ নিয়েছে সরকার, জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২০২৩ শিক্ষাবর্ষের বিনামূল্যে পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করে এ কথা বলেন তিনি। বৈশ্বিক সংকটের মাঝেও শিশুদের কথা ভুলে যায়নি সরকার। পদ্মাসেতু ও মেট্রোরেল চালুর পরেও যারা সরকারের উন্নয়ন দেখে না, তারা দৃষ্টিহীন বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী।
ঝকঝকে নতুন বই হাতে পাওয়ার আনন্দই আলাদা। আর সেই উপহারটি যদি পাওয়া হয় প্রধানমন্ত্রী হাত দিয়ে তবে আনন্দ বাড়ে বহুগুণ।
২০২৩ শিক্ষাবর্ষের প্রাক-প্রাথমিক, প্রাথমিক ও মাধ্যমিক স্তরের শিক্ষার্থীদের হাতে বিনামূল্যের পাঠ্য পুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
একসময় নতুন বইয়ে ঘ্রাণে ভরে যায় প্রধানমন্ত্রী কার্যালয়ের শাপলা হল। সমস্বরে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানায় শিক্ষার্থীরা। তার জবাবও দেন বঙ্গবন্ধু কন্যা।
বক্তব্যের শুরুতেই বঙ্গবন্ধুসহ ১৫ আগস্টের শহীদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানান শেখ হাসিনা। প্রধানমন্ত্রী বলেন শিক্ষার প্রতি ৭৫ পরবর্তী সরকারগুলোর উদাসীনতা ছিল জাতির জন্য দু:খজনক।
সরকার গঠনের পর থেকে শিক্ষার মান উন্নয়নে আওয়ামী লীগ সরকারের নেয়া কার্যক্রমের বিস্তারিত তথ্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। বলেন, ইউক্রেন রাশিয়া যুদ্ধ পরবর্তী সংকটেও শিশুদের কথা ভুলেনি সরকার।
এসময় সরকার বিরোধী রাজনৈতিক দলগুলোর সমালোচনার জবাবও দেন সরকার প্রধান।
স্মার্ট বাংলাদেশের গড়তে পরবর্তী প্রজন্মকে তার উপযোগী শিক্ষা ব্যবস্থা দিতে কাজ করছে সরকার, বলেন প্রধানমন্ত্রী। সবাইকে ইংরেজি নববর্ষে আগাম শুভেচ্ছাও জানান তিনি।