উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুণ : টিআইবি
- আপডেট সময় : ০৮:৪২:১৮ অপরাহ্ন, রবিবার, ৯ জুন ২০২৪
- / ১৬১০ বার পড়া হয়েছে
পাঁচ বছরের ব্যবধানে ৬ষ্ঠ উপজেলা নির্বাচনে কোটিপতি প্রার্থীর সংখ্যা ৩ গুণ বেড়েছে বলে জানিয়েছে- টিআইবি। প্রতিষ্ঠানটির হিসেবে উপজেলা চেয়ারম্যানদের ৭৯ শতাংশই ব্যবসায়ী। টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আদর্শ ও শৃঙ্খলা চর্চার অভাবে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে শাসক দলের নেতাকর্মীরা এখন ফ্রাঙ্কেনস্টাইনে পরিণত হয়েছে। ক্ষমতার প্রভাবে সম্পদ অর্জনের অসুস্থ প্রতিযোগিতাই এর মূল কারণ। সকালে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি।
৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের প্রার্থীদের দেয়া হলফনামার বিশ্লেষন তুল ধরতে সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল অব বাংলাদেশ-টিআইবি। প্রতিষ্ঠানটি জানায়, উপজেলা নির্বাচনে ৫ হাজার ৪শ ৭২ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছে। এর মধ্যে ১ হাজার ৮শ ৬৪ চেয়ারম্যান প্রার্থীর ৭৯ শতাংশই ব্যবসায়ী। ৫ বছরে কোটিপতি প্রার্থীর সংখ্যা বেড়েছে ৩ গুন।
প্রতিবেদন প্রকাশ শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন টিআইবি’র নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান। প্রার্থীদের দেয়া হলফনামা অনুসন্ধান না করায় নির্বাচন কমিশনকে দায়ী করেন তিনি।
ড. ইফতেখার বলেন, নির্বাচনে উত্তাপ বাড়াতে দলীয় প্রার্থী না দিলেও অন্তকলহ ঢাকতে পারেনি আওয়ামী লীগ।
আদর্শ ও শৃঙ্খলার অভাবে অবৈধ সম্পদ অর্জনের মাধ্যমে নেতাকর্মীরা এখন ফ্রাঙ্কেস্টাইনে পরিনত হয়েছে বলে বলে মন্তব্য করেন ড. ইফতেখার।
দলীয় শৃঙ্খলা পালনে ব্যার্থ দেশের প্রধান দুই রাজনৈতিক দল বলেও জানায় টিআইবি।