উপনির্বাচনের দলীয় মনোনয়ন পত্র বিক্রি শুরু করেছে আওয়ামী লীগ
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৩২:৩৩ অপরাহ্ন, রবিবার, ২৩ অগাস্ট ২০২০
- / ১৫৪২ বার পড়া হয়েছে
শূন্য হওয়া ৫টি সংসদীয় আসনে উপনির্বাচনের জন্য দলীয় মনোনয়ন পত্র বিক্রি করছে ক্ষমতাসীন আওয়ামী লীগ। ২৩ আগস্ট রবিবার ফরম বিক্রি ও জমার দেয়ার শেষ দিনে মোট ১৪১ টি ফরম জমা দেয়া হয়েছে ।
আওয়ামী লীগের উপ-দপ্তর জানায়, নঁওগা-৬ আসনে ৩৪ পাবনা -৪ আসনে ২৮, সিরাজগঞ্জ-১ আসনে ২৩টি , ঢাকা-৫ আসনে ২০টি এবং ঢাকা ১৮ আসনে ৫৬টি ফরম বিক্রি হয়েছে । সকাল ১১টা থেকে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার ধানমন্ডির রাজনৈতিক কার্যালয় থেকে এ মনোনয়নপত্র সংগ্রহ ও জমা দেয়া চলছিল। দলীয় মনোনয়ন প্রত্যাশীরা স্বাস্থ্য সুরক্ষাবিধি মেনে মনোনয়ন আবেদন পত্র সংগ্রহ করছেন । ১৭ আগস্ট থেকে ফরম বিক্রি শুরু হয়ে ২৩ আগস্ট রবিবার বিকেল ৫টার মধ্যে মনোনয়ন পত্র জমা নেয়া হয়েছে কোনো প্রকার লোকসমাগম না করে আবেদনপত্র সংগ্রহ ও জমা দেওয়ার হয়েছে বলে জানানো হয় ।