উপবৃত্তি দেয়ার নামে শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ জন গ্রেফতার
- আপডেট সময় : ০৯:৪১:৪৮ অপরাহ্ন, বুধবার, ২৫ মে ২০২২
- / ১৫৭৭ বার পড়া হয়েছে
উপবৃত্তি দেয়ার নাম করে শিক্ষার্থী-অভিভাবকদের কাছ থেকে টাকা হাতিয়ে নেয়া চক্রের ৩ জনকে গ্রেফতার করেছে সিআইডি। শিক্ষা বোর্ডের ভূয়া কর্মকর্তার পরিচয় দেয় এই চক্রের মূলহোতা আশিকুর রহমান। এছাড়া, বিদেশি পণ্য আমদানির নামে টাকা হাতিয়ে নেয়া চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে সিআইডি। মালিবাগের সদর দপ্তরে সংবাদ ব্রিফিংয়ে এ সব তথ্য জানায় সংস্থাটি।
দীর্ঘদিন ধরে শিক্ষার্থীদের উপবৃত্তির টাকা দেয়ার নামে দেশের বিভিন্ন প্রান্ত থেকে প্রতারণা করে টাকা হাতিয়ে নিতো একটি চক্র।
এই চক্রের মূলহোতাদের ধরতে ছায়া তদন্তে নামে অপরাধ তদন্ত বিভাগ সিআইডি। বুধবার ভোর রাতে রাজধানীর যাত্রাবাড়ী থেকে চক্রের মূল হোতা আশিকুর রহমান সহ বাকীদের গ্রেফতার করা হয়।
দক্ষিণ অঞ্চলে ডাকাতির ঘটনায় জড়িত ডাকাত সর্দার ইসলামকে রাজধানীর উত্তরা থেকে গ্রেফতার করেছে সিআইডি।
রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় সিআইডি বিশেষ অভিযানে গ্রেফতার করা হয় পণ্য আমদানি চক্রের দুই সদস্যকে।