উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় ভাল নেই বেগম খালেদা জিয়া
- আপডেট সময় : ০৭:৫১:০১ অপরাহ্ন, বুধবার, ৬ জানুয়ারী ২০২১
- / ১৫৩৫ বার পড়া হয়েছে
উপযুক্ত চিকিৎসা না পাওয়ায় ভাল নেই বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া। ক্রমশই অবনতি হচ্ছে এই বর্ষীয়ান নেত্রীর শারীরিক অবস্থা- যা বর্তমানে উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে। গণমাধ্যমকে এমনটাই জানিয়েছেন খালেদা জিয়ার আইনজীবী ও বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। অপরদিকে, তিনি আরো জানান, ঢাকা-১৮ আসনের উপ-নির্বাচনের সময় নাশকতার অভিযোগে দায়ের করা মামলায় বিএনপির ১৭৮ নেতাকর্মীর আগাম জামিন মঞ্জুর করেছে হাইকোর্ট। আদেশে বলা হয়, এক মাস মেয়াদী জামিনকালে আগামী ৭ ফেব্রুয়ারির মধ্যে তাদেরকে বিচারিক আদালতে আত্মসমর্পণ করতে হবে।
সরকারের নির্বাহী আদেশে গেল ২৫ মার্চ সাজা স্থগিত করে ছয় মাসের জন্য মুক্তি দেয়া হয় খালেদা জিয়াকে। নিজ বাসা থেকে চিকিৎসা নেবেন এবং দেশের বাইরে যেতে পারবেন না এই দুই শর্তে বিএনপি চেয়ারপার্সনকে মুক্তি দেয় সরকার। পরবর্তীতে একই শর্তে আরো ৬ মাসের জন্য বাড়ানো হয় মুক্তি মেয়াদ।
বুধবার ভিন্ন একটি মামলার বিষয় নিয়ে গণমাধ্যমের মুখোমুখি হন বিএনপি চেয়ারপার্সনের এই আইনজীবী। এসময় বিষয় ছাপিয়ে উঠে আসে খালেদার জিয়ার শারীরক অবস্থার প্রসঙ্গ।
এদিন ঢাকা-১৮ আসনের উপনির্বাচনের দিন বাসে আগুন দেওয়ার মামলায় বিএনপি-যুবদলের ১৭৮ জন নেতাকর্মী আগাম জামিন নিতে আসেন হাইকোর্ট। শুনানি নিয়ে ১ মাসের আগাম জামিন দেয় বিচারপতি মো. হাবিবুল গণি ও বিচারপতি মো. রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ।
উত্তরা, ধানমন্ডি, শাহবাগ ও মতিঝিল থানায় দায়ের করা মামলায় আগামী ১ মাসের মধ্যে তাদের বিচারিক আদালতে আত্মসম্পর্নের নির্দেশও দেয় উচ্চ আদালত।