উপহার পাওয়া ফাইজার ও সিনোফার্মের টিকা দান কর্মসূচী জুলাই থেকে বড় পরিসরে শুরু হবে
- আপডেট সময় : ০৭:১৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ১৮ জুন ২০২১
- / ১৫১৫ বার পড়া হয়েছে
উপহার পাওয়া ফাইজার ও সিনোফার্মের টিকা দান কর্মসূচী জুলাই থেকে বড় পরিসরে শুরু হবে বলে জানিয়েছে স্বাস্থ্য বিভাগ। তবে এই গণটিকা কর্মসূচীতে, একই দেহে দু’ ধরনের টিকা দেয়া হবে না জানিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের মূখপাত্র, অধ্যাপক মোহাম্মদ নাজমুল ইসলাম জানান, পর্যাপ্ত সংখ্যক টিকার জোগাড়ই এখন বড় চ্যালেঞ্জ। অন্যদিকে করোনা প্রতিরোধে মাস্কের চেয়ে কার্যকর কোন ব্যবস্থা এখন পর্যন্ত আবিস্কার হয়নি- মন্তব্য করে সবাইকে মাস্ক ব্যবহারে যত্নবান হবার পরামর্শ দিয়েছেন স্বাস্থ্য বিশেষজ্ঞ অধ্যাপক মোহাম্মদ সায়েদুর রহমান।
ভ্যাকসিন সংকটে অনেকটা স্বস্তির বাতাস হয়ে দেশে আসে চীন থেকে উপহার পাওয়া ১১ লাখ ডোজ সিনোফার্মের টিকা। পাশাপাশি কোভ্যাক্সের পক্ষ থেকে ফাইজারের এক লাখ ৬ হাজার ডোজ টিকাও উপহার পায় বাংলাদেশ। আর তাই জুলাই মাস থেকে বড় পরিসরে আবারো গণটিকা কর্মসূচী শুরুর বিষয়ে আশা প্রকাশ করেছে সরকার। এর মাঝে করোনার ২য় ডোজের জন্য অপেক্ষায় আছেন রেজিশ্ট্রেসন করা প্রায় সাড়ে ১৫ লাখের বেশী মানুষ।
এমন পরিস্থিতিতে কাদের দেয়া হবে সিনোফার্মের টিকা এবং ২য় ডোজের জন্য অপেক্ষাকারি দের কি হবে সেসব প্রশ্নের উত্তর দেন স্বাস্থ্য অধিদপ্তরের মুখপাত্র।
তবে টিকার অপেক্ষায় না থেকে আবারো সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দেন এই স্বাস্থ্য বিশেষজ্ঞ। এসময় সীমান্তবর্তী জেলাগুলোতে করোনার উর্ধ্বমূখী সংক্রমণ নিয়েও নিজেদের মূল্যায়নও তুলে ধরেন তারা। চাহিদার তুলনায় টিকা প্রাপ্তি বড় চ্যালেঞ্জ বলেও মন্তব্য করেন স্বাস্থ্য অধিদপ্তরের রোগ নিয়ন্ত্রণ শাখার এই পরিচালক।