উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশনে শাবিপ্রবির শিক্ষার্থীরা
- আপডেট সময় : ০৫:২২:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২০ জানুয়ারী ২০২২
- / ১৫৪১ বার পড়া হয়েছে
উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছে সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আন্দোলনরত শিক্ষার্থীরা। অনশনকারী ২৪ জনের মধ্যে দুই শিক্ষার্থী অসুস্থ্য হয়ে ইতিমধ্যে নগরীর বেসরকারি ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। সঙ্কট সমাধানে রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেছে আন্দোলনকারীরা। আর, বিচার বিভাগীয় তদন্ত চায় বিশ্ববিদ্যালয় শিক্ষকরা।
উপাচার্যের পদত্যাগের দাবিতে দ্বিতীয় দিনের মতো আমরণ অনশন চালিয়ে যাচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় শাবিপ্রবির আন্দোলনরত শিক্ষার্থীরা। ইতিমধ্যে অনশনকারী ২৪ জনের মধ্যে দু’জন অসুস্থ হয়ে সিলেটের একটি প্রাইভেট হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।
বৃহস্পতিবার সকালে সংবাদ সম্মেলনে শিক্ষার্থীরা, বিশ্ববিদ্যালয়ের আচার্য রাষ্ট্রপতির হস্তক্ষেপ কামনা করেন। বিশ্ববিদ্যালয়ের তদন্ত কমিটির উপর তাদের আস্থা নেই বলেও জানান।
এদিকে, দুপুরে শিক্ষকদের একটি প্রতিনিধি দল কথা বলতে চাইলে রাজি হয়নি আন্দোলনকারীরা। বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার আনোয়ারুল ইসলাম জানান, পুরো ঘটনার বিচার বিভাগীয় তদন্ত প্রয়োজন।
বুধবার রাতে কয়েকজন শিক্ষক অনশন ভাঙানোর চেষ্টা করেন। তবে, উপাচার্য ফরিদ উদ্দিন আহমেদ পদত্যাগ না করা পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দেয় শিক্ষার্থীরা। তাদের ওপর হামলা ও সংঘর্ষের ঘটনায় গণিত বিভাগের অধ্যাপক ড. রাশেদ তালুকদারকে প্রধান করে ৮ সদস্যের তদন্ত কমিটি গঠিত হয়েছে।