উপাত্ত সুরক্ষা আইন সরকারের নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হবে দাবি টিআইবির
- আপডেট সময় : ০৮:২৪:৪৬ অপরাহ্ন, সোমবার, ১৭ এপ্রিল ২০২৩
- / ১৬৫৪ বার পড়া হয়েছে
প্রস্তাবিত উপাত্ত সুরক্ষা আইন, ব্যক্তিগত তথ্য সুরক্ষার পরিবর্তে সবার উপর সরকারের নিয়ন্ত্রণের হাতিয়ারে পরিণত হবে বলে মনে করছে টিআইবি। সংবাদ সম্মেলনে টিআইবির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, আইনটি পাশ হলে গণমাধ্যম, এনজিও, মানবাধিকার সংস্থা এবং ব্যক্তি পর্যায়ের ওপর সরকারের নিয়ন্ত্রণ আরো বাড়বে। দ্রুত আইনটির কিছু ধারায় পরিবর্তনের দাবি জানান তিনি।
খসড়া উপাত্তা সুরক্ষা আইন-২০২৩ এর উপর পর্যবেক্ষণ জানাতে, সংবাদ সম্মেলনের আয়োজন করে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ-টিআইবি।
আইটি পাশ হলে সকল পর্যায়ের মানুষের ঝুঁকি বাড়বে জানিয়ে টিআইবি বলছে,ব্যক্তিগত তথ্য সুরক্ষা নজরদারীর জন্য আইনে একটি এজেন্সি গঠনের প্রস্তাব দেয়া হয়েছে। যে এজেন্সি ব্যক্তি বা প্রতিষ্ঠানের উপাত্তে এবং সার্ভারে প্রবেশ করতে পারবে। উপাত্ত প্রক্রিয়া করতে নিষেধাজ্ঞা, উপাত্ত মুছে ফেলা এবং তদন্ত করার ক্ষমতা রাখবে। এমনটি হলে সরকারের নিয়োগ দেয়া ব্যক্তির হাতে এককভাবে সবার ব্যক্তিগত এবং প্রাথিষ্ঠানিক তথ্যের নিয়ন্ত্রণ চলে যাবে।
টিআইবির নির্বাহী পরিচালক বলেন, আইনটি নিয়ে এর আগেও বেশ কয়েকটি ঝুঁকির বিষয়ে পর্যবেক্ষণ দিয়েছে টিআইবি। কিন্তু সরকার সেগুলো আমলে না নিয়ে এবং অংশীজনদের সাথে আলোচনা না করে তড়িঘড়ি পাশের চেষ্টা করছে।
টিআইবির পরিচালক শেখ মঞ্জুর ই এলাহী বলেন, আইনটি পাশ হলে গনমাধ্যমের কন্ঠরোধ করা সরকারের আরো বেশি সহজ হবে।
আইনটি পাশের জন্য সংসদে তোলার আগে, বড় পরিসরে জনমত যাচাইয়ের দাবি জানায় টিআইবি।