লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনে চলছে ভোটগ্রহণ
- আপডেট সময় : ১২:২৪:৩২ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০২৩
- / ১৬২৪ বার পড়া হয়েছে
লক্ষ্মীপুর ও ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের উপ নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সকাল ৮ টা থেকে ১৩২টি ভোটকেন্দ্রে একযোগে ভোটগ্রহণ শুরু হয়। চলবে বিকেল ৪ টা পর্যন্ত।
সকালে ভোটার উপস্থিতি কম থাকলেও বেলা বাড়ার সাথে সাথে ভোটার বাড়বে বলে আশা করছেন নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তারা। সুষ্ঠু ও স্বতঃস্ফূর্ত উপ নির্বাচনের লক্ষ্য প্রশাসনের পক্ষ থেকে সব প্রস্তুতি গ্রহণ করা হয়েছে। সার্বিক নিরাপত্তায় ৮শ’ পুলিশ, ৭ প্লাটুন বিজিবিসহ রেব, আনসার, জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ও নির্বাহী ম্যাজিস্ট্রেটসহ পর্যাপ্ত পরিমাণ আইনশৃংখলা বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করছেন। গত ৩০ সেপ্টেম্বর এ আসনের সংসদ সদস্য আব্দুস সাত্তার ভূইয়া মারা গেলে এই উপনির্বাচনের তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।
লক্ষ্মীপুর সদর ৩ আসনের উপনির্বাচনেও সকাল ৮ টা থেকে ব্যালটে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকেল ৪টা পর্যন্ত। জেলার একটি পৌরসভা, দুইটি থানা নিয়ে প্রায় ১১৫টি কেন্দ্রে ভোট গ্রহণের ব্যবস্থা করা হয়েছে। অবরোধে সকাল সকাল কেন্দ্রগুলোতে ভোটার উপস্থিতি না থাকলেও বেলা বাড়ার সাথে সাথে উপস্থিতি বাড়তে পারে। রিটার্নিং কর্মকর্তা ফরহাদ হোসেন বলেন–নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ নির্বাচন করতে সব প্রস্তুতি নেয়া হয়েছে। প্রিসাইডিং কর্মকর্তার পাশাপাশি ১৬ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ৯৫০ জন পুলিশ, ১ হাজার ৪৯৫ জন আনসার ও ৬ প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছে।