উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছে আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী
এস. এ টিভি
- আপডেট সময় : ০৭:৫৮:৩৪ অপরাহ্ন, সোমবার, ৭ জুন ২০২১
- / ১৫২৩ বার পড়া হয়েছে
মনোনয়ন বিক্রির চতুর্থ দিনেও ঢাকা-১৪ আসনসহ দেশের ৩টি সংসদীয় শূন্য আসনের উপ-নির্বাচনে অংশ নিতে মনোনয়ন সংগ্রহ করেছে আওয়ামী লীগের বেশ কয়েকজন মনোনয়ন প্রত্যাশী।
সোমবার ধানমন্ডিতে দলের সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ের সামনে ভীড় করেন কর্মী-সমর্থকসহ এসব মনোনয়ন প্রত্যাশী। এ সময় নির্দিষ্ট ফি জমা দিয়ে ঢাকা-১৪, কুমিল্লা-৫ ও সিলেট-৩ আসনের জন্য নিজেদের মনোনয়নপত্র সংগ্রহ করেন আওয়ামী লীগের একাধিক প্রার্থী। মনোনয়ন বিক্রির চতুর্থ দিনে ১৫টিসহ ৩টি আসনের জন্য এ পর্যন্ত মনোনয়ন সংগ্রহ করেছেন মোট ৭৬ জন প্রার্থী।