উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে পেয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল
- আপডেট সময় : ০৫:৫০:৩৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২১ সেপ্টেম্বর ২০২৩
- / ১৬৬৭ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয়ে পেয়েছে রিয়াল মাদ্রিদ, বায়ার্ন মিউনিখ, আর্সেনাল। জুড বেলিং হামের শেষ মিনিটের গোলে ইউনিয়ন বার্লিনকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। ইংলিশ জায়ান্ট ম্যান ইউ-এর বিপক্ষে ৪-৩ গোলে জিতেছে বায়ার্ন। আর পিএসভিকে ৪-০ গোলে হারিয়েছে আর্সেনাল।
হার যেন পিছুই ছাড়ছে না ম্যানচেস্টার ইউনাইটেডের। লিগে টানা দুই ম্যাচ হারার পর ,চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও বিষাদময় ইউনাইটেডের।
এলিয়াঞ্জ এরেনায় ইউনাইটেডের বিপক্ষে ম্যাচের ২৮ মিনিটেই লিড পায় বায়ার্ন। হ্যারি কেইনের পাস থেকে গোল করেন লিরয় সানে। আর ৪ মিনিট পর সার্জ গ্যানেব্রির গোলে লিড দ্বিগুন করে ব্যাভিরিয়ানরা।
দ্বিতীয়ার্ধের শুরু থেকেই গোল পেতে মরিয়া ইউনাইটেড আক্রমণের ধার বাড়ায়। সুফল পেতেও দীর্ঘ হয়নি অপেক্ষা। ৪৯ মিনিটে রাশফোর্ডের কাছ থেকে বল পেয়ে ব্যবধান কমান রাসমাস হয়লান্ড।
৫ মিনিট পরেই এরিকসেনের ভুলে পেনাল্টি পায় বায়ার্ন। সফল স্পট কিকে ব্যবধান বাড়ান হ্যারি কেইন।
নির্ধারিত সময়ের খেলা ২ মিনিট বাকি থাকতে ইউনাইটেডের হয়ে ব্যবধান কমান ক্যাসিমিরো। তবে ভাগ্য যেন এদিন সহায় ছিল না রেড ডেভিলদের। ৪ মিনিট পরে আরো এক গোল হজম করে তারা।
ম্যাচের শেষ বাঁশি বেজে উঠার আগেই ক্যাসিমিরোর দ্বিতীয় গোলে শুধু হারের ব্যবধানটাই কমাতে পেরেছে ইউনাইটেড।
এদিকে ৬ বছর পর ইউরোপ সেরার প্রতিযোগিতায় ফিরেই বাজিমাত আর্সেনালের। ঘরের মাঠে ম্যাচের অষ্টম মিনিটেই গানারদের লিড এনে দেয় বুকায়ো সাকা।
১২ মিনিট পর লিসান্দ্রো ট্রোসার্ডের গোলে ব্যবধান বাড়ায় আর্সেনাল। আর বিরতিতে যাওয়ার ৭ মিনিট আগে গানারদের ৩-০ গোলে এগিয়ে দেন ব্রাজিলিয়ান তারকা গেব্রিয়েল জেসুস।
বিরতির পর ম্যাচের ৭০ মিনিটে মার্টিন ওডেগার্ডের গোলে নিশ্চিত হয় আর্সেনালের বড় জয়।
অন্যদিকে আরো একবার রিয়ালের গার্ডিয়ান এঞ্জেল জুড বেলিংহাম। এই ইংলিশ তারকা শেষ মিনিটের গোলে জয় দিয়ে চ্যাম্পিয়ন্স লিগের যাত্রা শুরু লস ব্লাংকোসদের।