উলুধ্বনি, শঙ্খ, কাঁসর আর ঢাকের বাদ্যে রাজধানীতে হিন্দু সম্প্রদায়ের শারদীয় দুর্গোৎসব শুরু
- আপডেট সময় : ০১:২৯:৩৯ অপরাহ্ন, শনিবার, ১ অক্টোবর ২০২২
- / ১৮৪৫ বার পড়া হয়েছে
মণ্ডপে মণ্ডপে দেবী দুর্গার বোধনের মধ্যে শুরু হলো সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব দুর্গাপূজা। মহাষষ্ঠী দিয়ে শুরু হওয়া দুর্গোৎসব আগামী ৫ অক্টোবর বিজয়া দশমীতে প্রতিমা বিসর্জনের মধ্যদিয়ে শেষ হবে।
মহাষষ্ঠীর সকালে কল্পারম্ভে আমন্ত্রণ ও অধিবাসে উৎসবের প্রথম পর্বশুরু। চন্ডিপাঠে মুখরিত ছিলো মন্দির আঙিনা। সন্ধ্যায় বোধন পূজার মধ্যে দিয়ে খুলে যাবে মৃণ্ময়ীর শুভ্র-শান্তি ত্রি-নয়ন। সনাতনী শাস্ত্র অনুযায়ী, এবার দেবী দূর্গা জগতের মঙ্গল কামনায় হাতিতে চড়ে মর্ত্যালোকে আসছেন।
এতে প্রাকৃতিক বিপর্যয় ঝড় বৃষ্টি হবে এবং শস্য ও ফসল উৎপাদন বৃদ্ধি পাবে। অন্যদিকে দশমীদের দিনে স্বর্গে ফিরে যাবেন নৌকায় চড়ে। যার ফলে জগতের কল্যাণ সাধিত হবে। কাল মহাসপ্তমীতে ষোড়শ উপচারে দেবীর পূজা হবে।
ত্রিনয়নী দেবী দুর্গার চক্ষুদানসহ দেবীকে আসন, বস্ত্র, নৈবেদ্য, স্নানীয়, পুষ্পমাল্য, চন্দন, ধূপ ও দীপ দিয়ে পূজা করবেন ভক্তরা। পূজামণ্ডপে ভক্তিমূলক সংগীত, রামায়ণ পালা, আরতিসহ নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। রাত ৯টা ৫৭ মিনিট অবধি তিথি থাকবে।
এদিকে..দেবীকে মর্ত্যে আহ্বানে সারাদেশে চলছে মহাষষ্ঠীর পূজা-অর্চনা। সন্ধ্যায় শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
সকালে জেলার অধিকাংশ মন্ডপে দুর্গার মঙ্গল অর্চনার মধ্য দিয়ে শুরু হয় মহাষষ্ঠী। ধুপ, ঢাক ঢোল, কাঁসর ঘন্টা, শাঁখ, উলুধ্বনী আর চন্ডিপাঠে মুখর হয়ে ওঠে মন্দির প্রাঙ্গন। এসময় অশুভ শক্তির বিনাশে ‘মঙ্গলময়ী’ দেবীর জাগরণে প্রার্থনা করেন ভক্তরা। ১৮৮টি মন্ডপে সন্ধ্যায় শুরু হবে পূজার মূল আনুষ্ঠানিকতা।
দিনাজপুরে ষষ্ঠী পূজায় শুরু হয়েছে বাঙালি হিন্দু সম্প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা। চলবে পাঁচ দিনব্যাপী এই উৎসব। কল্পারম্ভ এবং বোধন আমন্ত্রণ ও অধিবাসের মধ্য দিয়ে উৎসবের ষষ্ঠী পূজা সম্পন্ন হয়। বিভাগের ১ হাজার ২৬৪টি মণ্ডপে চলছে আনুষ্ঠানিকতা।