উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন
- আপডেট সময় : ০৮:১৫:২৮ অপরাহ্ন, শুক্রবার, ২৫ অক্টোবর ২০১৯
- / ১৬১৯ বার পড়া হয়েছে
বৃষ্টিভেজা দিনে উৎসবমুখর পরিবেশে শেষ হলো বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির দ্বিবার্ষিক নির্বাচন। দিনভর ভোটগ্রহণ শেষে চারশ ঊনপঞ্চাশ ভোটারের মধ্যে ভোট দেন তিনশ ৮৬ জন। এখন চলছে গণনা। ভোটকে ঘিরে নিরাপত্তার চাদরে মোড়া এফডিসিতে শিল্পীরা স্বস্তি অনুভব করলেও, ভোগান্তির অভিযোগ করেন কেউ কেউ।
স্বপ্নলোকের তারকাদের ভোট । তাই বিএফডিসির গেটে উৎসাহী মানুষের উপচে পড়া ভিড়। মূল গেটে প্রবেশ করতেই পুলিশের সাথে সাথে ভোটারদের অভ্যর্থনা করছেন পূর্ণাঙ্গ প্যানেলের প্রার্থীরাও।
১৮ পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২৭ জন। সভাপতি পদে দুর্ধর্ষ খলনায়ক মিশা সওদাগরের বিপরীতে স্বতন্ত্র হিসেবে লড়ছেন লাস্যময়ী নায়িকা মৌসুমী। আর সাধারণ সম্পাদক পদে নায়ক জায়েদ খানের প্রতিদ্বন্দ্বী আরেক ভিলেন ইলিয়াস কোবরা।
বৃষ্টিকে উপেক্ষা করে, উৎসাহ আর উদ্দীপনা নিয়ে দিনভর ভোট দিয়েছেন তারকারা।
বাড়তি নিরাপত্তার অজুহাতে ভোগান্তির অভিযোগ অনেকের।
এদিকে প্রার্থীরা বলছেন নির্বাচনের ফলাফল মেনে একে অপরের পাশে থেকে শিল্পী সমাজের উন্নয়নে কাজ করে যাবেন।
২১ পদের মধ্যে নির্বাচন হলো ১৮টিতে। প্রতিদ্বন্দ্বী না থাকায়, বাকি তিন পদের প্রার্থীকে গঠনতন্ত্র অনুযায়ী নির্বাচিত ঘোষণা করেছে নির্বাচন কমিশন।