উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ম্যান সিটি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ
- আপডেট সময় : ০২:১৫:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে জয় পেয়েছে ম্যান সিটি, পিএসজি ও রিয়াল মাদ্রিদ। পিছিয়ে পড়েও বুরুশিয়া ডর্টমুন্ডকে ২-১ গোলে হারিয়েছে সিটিজেনরা। মাক্কাবি হাইফার বিপক্ষে ৩-১ গোলের জয় পেয়েছে প্যারিসিয়ানরা। আর লেইপজিগের বিপক্ষে ২-০ গোলে জিতেছে লস ব্লাংকোসরা। এদিকে, সালজবুর্গের সাথে ১-১ গোলে ড্র করেছে ইংলিশ জায়ান্ট চেলসি।
উড়ছে সিটি, উড়ছে হালান্ড। চ্যাম্পিয়ন্স লিগে টানা দ্বিতীয় জয় তুলে নিল সিটিজেনরা। আর সিটির হয়ে ৯ ম্যাচে ১৩ গোলের কীর্তি গড়লেন হালান্ড। গোলশুন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের শুরুতেই পিছিয়ে পড়ে সিটি। চোখ রাঙাচ্ছিল পরাজয়। তবে টিপিক্যাল সিটি স্টাইলে ঘুরে দাঁড়ায় পেপ গার্দিওলার দল। ম্যাচের ৮০ মিনিটে জন স্টোনসের গোলে সমতায় ফেরে সিটি। আর ৪ মিনিট পর সাবেক ক্লাবের বিপক্ষে বিস্ময়কর এক গোলে দলের জয় নিশ্চিত করে হালান্ড।
পিছিয়ে পড়েও মেসি-নেইমার-এমবাপ্পে ত্রয়ীতে জয় তুলে নিল পিএসজি। সহজ প্রতিপক্ষ মাক্কাবি হাইফার বিপক্ষে ম্যাচের শুরুতেই পিছিয়ে পড়ে প্যারিসের ক্লাবটি। তবে, ১৩ মিনিট পরেই পিএসজি শিবিরে স্বস্তি ফেরান লিওনেল মেসি। ৬৮ মিনিটে মেসি-এমবাপ্পে যুগল বন্দিতে এগিয়ে যায় পিএসজি। আর ৮৮ মিনিটে দলের জয় নিশ্চিত করে নেইমার।
এদিকে, বার বার আক্রমন করেও লেইপজিগের রক্ষন ভেদ করতে রিয়াল মাদ্রিদের সময় লেগেছে ৮০ মিনিট। দলকে লিড এনে দেয় ফেডেরিকো ভালভার্দে। যোগ করা অতিরিক্ত সময়ে প্রতিপক্ষের জালে শেষ পেরেকটি ঠুকেন মার্কো আসেন্সিও। ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা।
ব্যর্থতা যেন পিছুই ছাড়ছে না ইংলিশ জায়ান্ট চেলসির। দ্বিতীয় ম্যাচেও জয় পেতে ব্যর্থ ব্লুজরা। ঘরের মাঠে দ্বিতীয়ার্ধের শুরুতেই লিড নেয় চেলসি। জয়ের হাতছানি দেখা দেয় ব্লুজ শিবিরে। তবে, স্থায়ী হয়নি সেটি। তবে ৭৫ মিনিটে সমতায় ফেরে সালজবুর্গ। বাকি সময়ে আর গোল না হলে পয়েন্ট ভাগাভাগি করেই মাঠ ছাড়ে দু-দল।।