উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে বার্সেলোনা
- আপডেট সময় : ০১:৫৩:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৩ নভেম্বর ২০২১
- / ১৫৩৬ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে বার্সেলোনা। প্রতিপক্ষ পর্তুগাল ক্লাব বেনফিকা। বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচ। একই সময় বিগ ম্যাচে লড়বে ইংলিশ ক্লাব চেলসি ও ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস।
সম্প্রতি মাঠে লড়াইয়ে ধুকছে বার্সেলোনা। লা লিগা থেকে চ্যাম্পিয়ন্স লিগ সব জায়গাতেই ছন্নছাড়া কাতালানরা। লা লিগায় ১৩ রাউন্ড শেষে টেবিলের ৭ নম্বরে অবস্থান বার্সেলোনার। চ্যাম্পিয়ন্স লিগেও যাচ্ছে তাই। ৪ ম্যাচে মাত্র ২ জয় কাতালান দলের। ঘুরে দাঁড়ানোর মিশনে এবার বার্সার প্রতিপক্ষ বেনফিকা। চ্যাম্পিয়ন্স লিগের সমান ম্যাচে যাদের একমাত্র জয়। অন্যমাচে ছন্দ ধরে রাখার মিশন জুভেন্টাসের। আসরে টানা চার জয়ে উড়ছে ইতালিয়ান ক্লাবটি। বিপরীতে মাঝে একটায় হারলেও শেষ ম্যাচে মালমোকে হারিয়ে চেনা রূপে ফিরেছে চেলসি। দলের ইনজুরি সমস্যা নেই তাই আত্মবিশ্বাসী হয়েই মাঠে নামবে বর্তমান চ্যাম্পিয়নরা।