উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও হোচট খেয়েছে বার্সেলোনা
- আপডেট সময় : ০২:১০:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ অক্টোবর ২০২২
- / ১৬২২ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে আবারও হোচট খেয়েছে বার্সেলোনা। ইতালিয়ান ক্লাব ইন্টার মিলানের সাথে ৩-৩ গোলে ড্র করেছে কাতালানরা। এতে চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর আশা প্রায় শেষ জাভি হার্নান্দেজের দলের।
তবে জিতেছে লিভারপুল, বায়ার্ন মিউনিখ ও টটেনহাম। রেঞ্জার্স্কে ৭-১ গোলে বিধ্বস্ত করেছে অলরেডরা। ভিক্টোরিয়া প্লজেনের বিপক্ষে ৪-২ গোলে জিতেছে বায়ার্ন আর ফ্রাঙ্কফুর্টকে ৩-২ গোলে হারিয়েছে স্পার্স।
বার্সার চ্যাম্পিয়ন্স লিগ আভিশাপ যেন কাটছেই না। টানা তিন ম্যাচে জয়হীন জাভি হার্নান্দেজের দল। এবার ইন্টার মিলানের সঙ্গে ড্র ৩-৩ গোলে। টানা ব্যর্থতা দ্বিতীয় বারের মতো গ্রুপ পর্ব থেকে বিদায়ের শঙ্কায় কাতালানরা।
তবে, ন্যু-ক্যাম্পে প্রথম লিড নেয় বার্সাই। ম্যাচের ৪০ মিনিটে ওসমান ডেম্বেলে এগিয়ে দেন দলকে। যদিও বিরতি থেকে ফিরেই সমতায় ফেরে ইন্টার। ১৩ মিনিট পর অতিথিদের লিড এনে দেয় লাউতারো মার্টিনেজ।
পিছিয়ে পড়ে আক্রমনের ধার বাড়ায় বার্সা। ৮২ মিনিটে দলকে সমতায় ফেরান রবার্ট লেভানদোভস্কি। ৭ মিনিট পরেই আবারো লিড নেয় ইন্টার।
ঘরের মাঠে হারতে বসা বার্সার মান বাঁচান লেভানদোভস্কি। অতিরক্ত সময়ে দলকে সমতায় ফেরান এই পোলিশ তারকা।
এদিকে গোলবন্যার ম্যাচে শুরুতেই পিছিয়ে পড়ে লিভারপুল। ম্যাচের ১৭ মিনিটে স্কট আরফিল্ডের গোলে লিড নেয় রেঞ্জার্স। তবে ৭ মিনিট পরেই দলকে সমতায় ফেরান রবার্তো ফিরমিনহো।
বিরতির পর আক্রমনের ধার বাড়ায় অলরেডরা। ৫৫ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে দলকে লিড এনে দেয় রবার্তো ফিরমিনহো। ১১ মিনিট পর ব্যবধান বাড়ান নুনেজ।
এরপর আইব্রক্স স্টেডিয়াম দেখে মোহাম্মেদ সালাহর ম্যাজিক। ৬ মিনিট ১২ সেকেন্ডে ৩ গোল করে চ্যাম্পিয়ন্স লিগ ইতিহাসের দ্রুততম হ্যাটট্রিক করেন মিশরীয় তারকা। তিনটি গোলেই এ্যাসিস্ট করেন দিয়াগো জতা। ৬-১ ব্যবধানে এগিয়ে যায় লিভারপুল।
নির্ধারিত সময়ের খেলা শেষ হওয়ার ৩ মিনিট আগে প্রতিপক্ষের জালে শেষবার বল জড়ান হার্ভি এলিয়ট। নিশ্চিত হয় দলের বড় জয়।