উয়েফা নেশন্স লিগের জার্মানি ও ইতালির হাইভোল্টেজ ম্যাচ ড্র হয়েছে
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:২২:২৮ অপরাহ্ন, রবিবার, ৫ জুন ২০২২
- / ১৬২৬ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের বিগ ম্যাচে জেতেনি কেউই। ১-১ গোলে ড্র হয়েছে জার্মানি ও ইতালির হাইভোল্টেজ ম্যাচ।
আর্জেন্টিনার ফিনালিসিমায় হারা ম্যাচের দলটিতে বড় পরিবর্তন নিয়ে মাঠে নামেন ইতালি। একমাত্র গোলরক্ষক জিয়ান লুইজিকে ছাড়া বাকি ১০ জনকেই পরিবর্তন করে জার্মানির বিপক্ষে একাদশ সজানা কোচ মানচিনি। তার ফল ও পেয়েছিল ইতালি। ম্যাচের ৭০ মিনিটে লোরেঞ্জো পেলেগ্রিনির গোলে লিড নেয় তারা। তবে তিন মিনিট পরেই জসুয়া কিমিচের গোলে সমতায় ফেরে জার্মানি। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ড্র নিয়েই মাঠ ছাড়ে দু-দল।
এদিকে লিগের অন্যম্যাচে হাঙ্গেরির মাঠেই বড় অঘটনের শিকার ইংল্যান্ড। দীর্ঘ ৬০ বছর পর হাঙ্গেরির কাছে হেরে গিয়েছে ইংলিশরা। সব দিক থেকেই হাঙ্গেরির চেয়ে এগিয়ে থেকেও হাঙ্গেরির কাছে ১-০ গোলে হেরেছে ইংলিশরা।