উয়েফা নেশন্স লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে স্পেন ও পর্তুগাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৯:৩৬:৩৫ অপরাহ্ন, রবিবার, ১২ জুন ২০২২
- / ১৫৫৭ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগের ভিন্ন ম্যাচে রাতে মাঠে নামবে স্পেন ও পর্তুগাল। রাত পৌনে ১টায় চেক প্রজাতন্ত্রের মুখোমুখি হবে স্পেন। একই সময় পর্তুগালের প্রতিপক্ষ সুইজারল্যান্ড।
নেশন্স লিগের শুরুটা ভালো হয়নি স্পেনের। প্রথম দু’টোতে ড্রয়ের পর তৃতীয় ম্যাচে জয়ের দেখা পায় লুইস এনরিকের দল। তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপের দ্বিতীয় স্থানে স্পেন। পরের রাউন্ডের আশা বাঁচিয়ে রাখতে এ ম্যাচে জয়ের বিপল্প নেই তাদের। এবারের আসরে প্রথম দেখায় চেক প্রজাতন্ত্রের সঙ্গে ২-২ গোলে ড্র করেছিলো স্পেন। প্রতিপক্ষ তুলনামূলক সহজ হলেও, সতর্ক কোচ লুইস এনরিকে। এদিকে, তিন ম্যাচে দুই জয় আর এক ড্রয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে গ্রুপের অন্য দল পর্তুগাল। শীর্ষস্থান ধরে রাখতে এ ম্যাচেও সুইজারল্যান্ডকে হারাতে চায় রোনালদোরা।