উয়েফা নেশন্স লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স

এস. এ টিভি
- আপডেট সময় : ০৫:৩২:০৫ অপরাহ্ন, শনিবার, ১১ জুন ২০২২
- / ১৫৫২ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। আরেক ম্যাচে ডেনমার্ককে ১-০ গোলে হারিয়েছে ক্রোয়েশিয়া।
এরন্সট-হাপেল স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকে আক্রমণাত্মক ছিল ফ্রান্স। তবে ফিনিশিং ব্যার্থতায় বার বার গোল বঞ্চিত হয়ে ফরাসিরা। উল্টো অস্ট্রিয়া এগিয়ে যায় ৩৭ মিনিটে। কনরাড লাইমারের পাস থেকে গোল করে দলকে লিড এনে দেন আন্দ্রেয়াস ভাইমার। তাতে ১-০ গোলের লিড নিয়ে বিরতিতে যায় ফ্রান্স। পিছিয়ে পড়ে আক্রমণের ধার বাড়ায় ফরাসিরা। বদলি হিসেবে নেমে দলকে সমতায় ফেরান কিলিয়ান এমবাপ্পে। ৮৩ মিনিটে ক্রিস্টোফার এনকুকুর সঙ্গে বল দেয়া নেয়া করে দারুণ এক শটে গোল করেন এমবাপ্পে। তাতেই ১-১ গোলের ড্র নিয়ে মাঠ ছাড়ে ফ্রান্স। এদিকে মারিও প্যাসালিকের এক গোলে ডেনমার্কের বিপক্ষে ১-০ গোলের জয় পেয়েছে ক্রোয়েশিয়া।