উয়েফা নেশন্স লিগে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল
এস. এ টিভি
- আপডেট সময় : ০৬:১১:৩৫ অপরাহ্ন, সোমবার, ৬ জুন ২০২২
- / ১৫২৬ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সুইজারল্যান্ডকে ৪-০ গোলে হারিয়েছে পর্তুগাল। আরেক ম্যাচে চেক প্রজাতন্ত্রকে সাথে ২-২ গোলে ড্র করেছে স্পেন।
লিসবনে শুরু থেকেই আক্রমণাত্মক ছিলো পর্তুগাল। ম্যাচের ১৫ মিনিটে স্কোরশিটে নাম তোলেন কারভালহো। পরে ৩৫ ও ৩৯ মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে ৩-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধে শেষ করে পর্তুগিজরা। দ্বিতীয়ার্ধে ম্যাচে ফেরার চেষ্টা করেও সফল হয়নি সুইজারল্যান্ড। উল্টো আরও এক গোল হজম করে সুইসরা। ৬৮ মিনিটে বার্নাডো সিলভার অ্যাসিস্টে পর্তুগালের বড় নিশ্চিত করেন ক্যানসেলো। বড় জয়ের রাতে হ্যাটট্রিকের একাধিক সুযোগ পেয়েছিলেন রোনালদো। কিন্তু সফল হননি। শেষ পর্যন্ত ৪-০ ব্যবধানের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে পর্তুগাল।