উয়েফা নেশন্স লিগে হোঁচট খেয়েছে ফ্রান্স ও ক্রোয়েশিয়া
- আপডেট সময় : ০৫:০২:৪৪ অপরাহ্ন, শনিবার, ৪ জুন ২০২২
- / ১৫৬০ বার পড়া হয়েছে
উয়েফা নেশন্স লিগে হোঁচট খেয়েছে গেলো বিশ্বকাপের দুই ফাইনালিস্ট ফ্রান্স ও ক্রোয়েশিয়া। বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্সকে ২-১ গোলে হারিয়েছে ডেনমার্ক। আর ক্রোয়েশিয়াকে ৩-০ গোলে বিধ্বস্ত করেছে অস্ট্রিয়া। এছাড়া ২৫ বছর পর বেলজিয়ামকে হারিয়েছে নেদারল্যান্ড।
প্যারিসে ম্যাচের শুরু থেকেই আধিপত্য দেখালেও প্রথমার্ধে গোলের দেখা পাইনি ফ্রান্স। তবে দ্বিতীয়ার্ধের শুরুতেই করিম বেনজেমার গোলে লিড নেয় বিশ্ব চ্যাম্পিয়নরা। বদলি হিসেবে নেমে ৬৮ মিনিটে দলকে সমতায় ফেরান ডেনমার্ক তারকা আন্দ্রেস করনেলিয়াস। নির্ধারিত সময় শেষ হওয়ার ২ মিনিট আগে আরো এক গোল করে দলকে দারুণ জয় এনে দেয় করনেলিয়াস। এদিকে ক্রোয়েশিয়ার বিপক্ষে অস্ট্রিয়ার জয়ে একটি করে গোল করেছেন মার্কো আর্নাটোভিচ, মাইকেল গ্রেগোরিশ এবং ও মার্সেল সাবিতজারের। অন্যদিকে নেদারল্যান্ডের বার্সা তারকা মেমফিস ডিপাইয়ের জোড়া গোলে বেলজিয়ামকে ৪-১ ব্যবধানে হারিয়েছে ডাচরা।