উয়েফা লিগে আলাদা ম্যাচে রাতে মাঠে নামবে বড় তিনটি দল
- আপডেট সময় : ০৯:২৮:৪১ অপরাহ্ন, বুধবার, ১৪ সেপ্টেম্বর ২০২২
- / ১৫৫১ বার পড়া হয়েছে
উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে রাতে মাঠে নামবে ইউরোপিয়ান ফুটবলের বড় তিনটি দল। ইসরাইলের ক্লাব মাক্কবি হাইফার বিপক্ষে খেলবে পিএসজি। ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির প্রতিপক্ষ বুরুশিয়া ডর্টমুন্ড। আর অস্ট্রিয়ান ক্লাব এফসি সালজবুর্গের বিপক্ষে মাঠে নামবে ইংলিশ জায়ান্ট চেলসি। সবকটি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়।
ইউরোপিয়ান ফুটবলের সব থেকে বড় দল ফরাসি ক্লাব পিএসজির নাম উচ্চারিত হবে সমর্থকদের মুখে। দলটিতে রয়েছে মেসি-নেইমার-এমবাপ্পেদের মত বড় বড় তারকা। ফরসি লিগে একক আধিপত্যের সাথে খেলে চলেছে প্যারিসের এই ক্লাবটি। তবে চ্যাম্পিয়ন্স লিগে আসলেই যেন খেই হারিয়ে ফেলে পিএসজি।
কে বলবে এখনো ইউরোপ সেরার ট্রফি ছুঁয়ে দেখা হয়নি প্যারিসিয়ানদের। তবে এটাই বাস্তবতা। চ্যাম্পিয়ন্স লিগের নতুন আসরের শুরুতেই দিয়েছে নিজেদের সামর্থ্যের বার্তা। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে ইতালিয়ান জায়ান্ট জুভেন্টাস্কে হারিয়ে শুরু ইউরোপ সেরার আসর। এ ম্যাচ জিতে জয়ের ধারা বজায় রাখতে চায় মেসি-নেইমার-এমবাপ্পেরা।
চ্যাম্পিয়ন্স লিগে শিরোপা এখনো অধরা ইউরোপিয়ান ফুটবলের আরেক পাওয়ার হাউজ ম্যানচেস্টার সিটিরও। প্রিমিয়ার লিগে সিটির আধিপত্য চোখে পড়ার মত হলেও চ্যাম্পিয়ন্স লিগে ধারাবাহিকভাবে ব্যার্থ পেপ গার্দিওলার দল।
চ্যাম্পিয়ন্স লিগ জয়ের মিশনে নতুন আসরে আরো ভয়ঙ্কর ম্যানসিটি। প্রথম ম্যাচে সেভিয়াকে উড়িয়ে দিয়েছে ৪-০ গোলে। দারুণ ছন্দে রয়েছে সিটি তারকা আরলিং হালান্ড। সিটির হয়ে ৮ ম্যাচে রেকর্ড ১২ গোল। তাই এ ম্যাচেও সিটিজেনদের মূল মন্ত্র হালান্ড।
এদিকে বাজে সময় পার করছে ইংলিশ জায়ান্ট চেলসি। প্রিমিয়ার লিগে ৬ ম্যাচে জয় মাত্র তিনটিতে। আর চ্যাম্পিয়ন্স লিগের শুরুটাও হতাশাজনক। টুর্নামেন্টে টিকে থাকতে এ ম্যাচে জয়ের বিকল্প নেই ব্লুজদের। নতুন কোচ গ্রাহাম পোটারের অধীনে প্রথম ম্যাচ স্মরণীয় করে রাখতেই মাঠে নামবে চেলসি।