উয়েফা সুপার কাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ
এস. এ টিভি
- আপডেট সময় : ০১:৫৯:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ অগাস্ট ২০২২
- / ১৫৩২ বার পড়া হয়েছে
উয়েফা সুপার কাপে নিজেদের পঞ্চম শিরোপা জিতলো স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। ফাইনালে জার্মান ক্লাব ফ্রাঙ্কফ্রুটকে ২-০ গোলে হারিয়ে শিরোপা ঘরে তুলেছে লস ব্লাংকোসরা।
ফিনল্যান্ডের রাজধানী হেলসিঙ্কিতে ম্যাচের শুরু থেকেই আধিপত্যের সাথে খেলে রিয়াল। বার বার সুযোগ তৈরি করে ফিনিশিং ব্যর্থতায় গোল বঞ্চিত হয় তারা। তবে ম্যাচের ৩৭ মিনিটে ভুল করেননি আলাবা। ক্যাসেমিরোর পাস থেকে বল জালে জড়ান এই অস্ট্রিয়ান। এক গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় স্প্যানিশ জায়ান্টরা। বিরতি থেকে ফিরে একের পর এক আক্রমণে ম্যাচে ফেরার ইঙ্গিত দেয় ফ্রাঙ্কফ্রুট। তবে গোলের দেখা পায়নি জার্মান ক্লাবটি। উল্টো ম্যাচের ৬৫ মিনিটে বেনজেমার গোলে আরও পিছিয়ে পরে অলিভার গ্লাসনার দল। ম্যাচের বাকি সময়ে আর গোল না হলে ২-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।