ঋণ ও করের চাপে দিশেহারা ফেনীর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা
- আপডেট সময় : ১০:৪০:২২ পূর্বাহ্ন, সোমবার, ১০ মে ২০২১
- / ১৫৩৯ বার পড়া হয়েছে
ঋণ ও করের চাপে দিশেহারা হয়ে পড়েছে ফেনীর বিসিক শিল্পনগরীর উদ্যোক্তারা। ইতোমধ্যে কিছু প্রতিষ্ঠান লাপাত্তা হয়ে গেছে। তবে, সমস্যা কাটিয়ে উঠতে প্রণোদনাসহ নানা সুবিধা দেয়া হচ্ছে বলে দাবি করে, বিসিক কর্তৃপক্ষ।
শহরের ছাড়িপুর এলাকায় ২৫ একর জায়গা জুড়ে গড়ে উঠেছে উৎপাদন ও রপ্তানিমুখী ৪৫টি প্রতিষ্ঠান। এখানে রয়েছে ওষুধ, বেকারী, গার্মেন্টস, হেন্ডমেইড পেপার, জুট ও বস্ত্রখাতের নানা প্রতিষ্ঠান। এসব কারখানায় কাজ করে অন্তত ১৫ হাজার শ্রমিক। কিন্তু, সমস্যার বেড়াজালে ইতিমধ্যে বন্ধ হয়ে গেছে ১০টি প্রতিষ্ঠান।
কাঁচামাল ক্রয়, উৎপাদন খরচ, শ্রমিক মজুরি ও ভ্যাট-ট্যাক্স ব্যয়ের কারণে চাইলেও কারখানা বন্ধ করতে পারছেনা ব্যবসায়ীরা। করোনার কারনে গত বছর ধার-দেনা করেছে অনেকে। এখন সহজ শর্তে ঋণও পাচ্ছেনা। ঋণের বিপরীতে চড়া সুদ দিতে হচ্ছে। এভাবে চলেতে থাকলে কারখানা শেষ হয়ে যাবে বলে জানায়, সংশ্লিষ্টরা।
করোনাকালে ভ্যাট-ট্যাক্স মওকুফের সিদ্ধান্ত এলেও, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ অনৈতিক সুবিধার জন্য হয়রানি করছে বলে অভিযোগ করেন, উদ্যোক্তারা।
ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রনোদনা দেয়ার উদ্যোগ নেয়া হয়েছে বলে জানায়, বিসিক। হয়রানি বন্ধে সব ধরণের কর পরিশোধে ওয়ান স্টপ সার্ভিস চালু হচ্ছে বলে জানায় তারা।