ঋণ সুবিধা না পাওয়ায় নতুন চামড়া কেনা নিয়ে অনিশ্চয়তা
- আপডেট সময় : ০১:৫৫:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২০
- / ১৫২৭ বার পড়া হয়েছে
করোনা পরবর্তী আর্থিক মন্দায় মুখ থুবড়ে পড়ার শঙ্কায় দেশের ২য় বৃতত্তম রপ্তানী আয়ের উৎস ট্যানারি শিল্প। এখনো ঋণ সুবিধা না পাওয়ায় এবারের ঈদে নতুন চামড়া কেনা নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। আড়তদারদের অভিযোগ, ট্যানারী মালিকদের কাছে শত কোটি টাকা বকেয়া রেখে নতুন করে চামড়া কেনা সম্ভব না। ফলে নষ্ট হবে কোরবানীর ঈদে কাঁচা চামড়া সংগ্রহের সবচেয়ে বড় সুযোগটি।আর সরকারি আর্থিক প্রনোদনা পেলে সংকট কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করছেন ট্যানারী মালিকরা।
তৈরী পোশাক শিল্পের পরই দেশের সর্বোচ্চ দ্বিতীয় রপ্তানী আয়ের খাত চামড়া শিল্প। এই খাতের বিকাশে সাভারের হরিণধরায় ১৭ একর জায়াগার উপর গড়ে তোলা হয় বিসিকের পরিবেশবান্ধব ট্যানারী শিল্প। বর্তমানে লক্ষাধিক পরিবার জীবন জীবিকা নির্ভর করছে চামড়া শিল্পের উপর। কাঁচা চামড়া সংগ্রহের জন্য ক্ষুদ্র ব্যবসায়ীরা অপেক্ষায় থাকেন কোরবানীর ঈদের জন্য। করোনা পরবর্তী আর্থিক মন্দায় মালিকদের কাছে কোটি টাকা বকেয়া রেখে টিকে থাকাই দায় হয়েছে বলে অভিযোগ আড়তদারদের ।
চামড়া শিল্পের কর্মকর্তা-কর্মচারীরা বলেন, যে কোন মূল্যেই হোক এ খাত টিকিয়ে রাখতে হবে। তবে সমস্যা থাকলেও সরকারী সাহায্যে সংকট কাটিয়ে উঠা সম্ভব বলে মনে করছেন ট্যানারী মালিকরা।চলমান সংকট কাটিয়ে ঘুরে দাড়াবে দেশের অন্যতম রপ্তানী আয়ের খাত চামড়াশিল্প এমনটাই প্রত্যাশা এ খাত সংশ্লিষ্টদের।