এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৫ ভাগের বেশি শিক্ষার্থী
- আপডেট সময় : ০২:৩০:১৬ অপরাহ্ন, সোমবার, ১৪ ফেব্রুয়ারী ২০২২
- / ১৫৩৭ বার পড়া হয়েছে
করোনা মহামারীতে সংক্ষিপ্ত সিলেবাসে এইচএসসি ও সমমানের পরীক্ষায় পাস করেছে ৯৫ ভাগের বেশি শিক্ষার্থী। এবার উচ্চশিক্ষা নেয়ার যাত্রায় উৎকণ্ঠায় তারা। পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে শিক্ষার্থীদের তীব্র প্রতিযোগিতায় পড়বে মনে করছে ইউজিসি। উচ্চশিক্ষায় আসন সংকট সমাধানে সরকারকে সুস্পষ্ট পরিকল্পনা নেয়ার পরামর্শ দিয়েছে বিশেষজ্ঞরা।
এবার এইচএসসি ও সমামানের পরীক্ষায় পাস করেছে ১৩ লাখ ৬ হাজার ৬১৮ জন শিক্ষার্থী। জিপিএ ফাইভ পেয়েছে ১ লাখ ৮৯ হাজার ১৬৯ জন। মোট পরীক্ষার্থীর ১৩.৭৯ শতাংশ। সীমিত সিলেবাসে পাস করা বেশিরভাগ শিক্ষার্থীরই টার্গেট এখন, দেশের মানসম্মত বিশ্ববিদ্যালয়ে জায়গা পাওয়া।
বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন.. ইউজিসি’র হিসেবে, ২০২০ সালে ১৩,৬৭,৩৩৭ জন শিক্ষার্থী এইচএসসি পাস করলেও উচ্চশিক্ষা লাভের সুযোগ পয়েছে ১৩,২০,০০০ জন। এতে, উচ্চশিক্ষা বঞ্চিত হয়েছে ৪৭ হাজার শিক্ষার্থী।
এবার এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ ১৩,০৬,৬১৮ জনের সাথে যোগ হবে গতবছর স্নাতকে ভর্তি হতে ব্যর্থ ৪৭ হাজার শিক্ষার্থী। এতে, বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে তীব্র প্রতিদ্বন্দ্বিতায় পড়তে হবে বলে মনে করছে তারা।
একই শংকা জানান ইউজিসির সদস্য অধ্যাপক মোহাম্মদ আলমগীর।
উচ্চশিক্ষায় আসন সংকট সমাধানে সরকারকে সুস্পষ্ট পরিকল্পনা নিয়ে এগুনোর পরামর্শ দেন, বিশেষজ্ঞরা।
আসন সংকট নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ড. আখতারুজ্জামান বলেন, উচ্চশিক্ষা অধিকার নয়, সুযোগ হিসেবে দেখতে হবে।
প্রতিযোগিতার মধ্যে প্রকৃত মেধাবীরা ঠিকই বেরিয়ে আসবে বলে মনে করেন তিনি।