এইচএসসি পরীক্ষা থাকায় কাল অবরোধের পরিবর্তে শিক্ষার্থীদের মানববন্ধন
- আপডেট সময় : ০৮:৩৯:০৮ অপরাহ্ন, বুধবার, ১ ডিসেম্বর ২০২১
- / ১৫৫৯ বার পড়া হয়েছে
এইচএসসি পরীক্ষার কারণে অবরোধ নয়, কাল থেকে সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা। নিরাপদ সড়ক, দুর্ঘটনায় নিহত শিক্ষার্থী হত্যার বিচার ও সারাদেশে গণপরিবহনে অর্ধেক ভাড়াসহ ১১দফা দাবিতে বিক্ষোভ করছে তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে ছাত্র-ছাত্রীরা। এদিকে, রাজধানীতে আজ থেকে শিক্ষার্থীদের হাফ ভাড়া চালু হয়েছে। পুলিশ বলছে, শিক্ষার্থীদের মাঝে বহিরাগতদের অনুপ্রবেশের ফলে সহিংসতার মাধ্যমে আন্দোলন ভিন্ন খাতে নেয়া হচ্ছে কিনা, সেদিকে নজর রাখা হচ্ছে।
সড়ক দুর্ঘটনায নাঈম ও মঈনউদ্দিন নিহতের বিচার ও সড়কে শৃঙ্খলা ফেরানোসহ পূর্ব কর্মসূচির অংশ হিসেবে বেলা ১১ টায় রাজধানীর রামপুরা এলাকায় বিক্ষোভ করে সড়কে অবস্থান নেয় কোমলমতি শিক্ষার্থীরা।
সড়কে অবস্থান নিয়ে বিভিন্ন দাবিতে স্লোগান দেয় তারা। পরে শিক্ষার্থীদের পক্ষ থেকে ১১ দফা দাবি, প্রস্তাবনা ও সড়ক নীতিমালা উত্থাপন করা হয়।
এসময়ে সব ধরণের যাহবাহনের কাগজপত্র তল্লাসি করে শিক্ষার্থীরা।
শুধু রাজধানীতে গণপরিবহনে হাফ পাস কার্যকর হওয়ায় । ঢাকার বাইরের শিক্ষার্থীদের সঙ্গে বৈষম্যমূলক আচরন করা ,হচ্ছে এমন অভিযোগ আন্দোলনকারীদের।
সড়কে শিক্ষার্থীদের বিক্ষোভের ফলে জনদুর্ভোগ তৈরী হলেও এর সঙ্গে ঐক্যমত পোষন করেন পথচারী ও যাত্রীরা।
কাল এইচএসসি পরীক্ষার কারণে আবরোধ কর্মসূচির পরিবর্তে দুপুর ১২টা থেকে ১ টা পর্যন্ত সারাদেশে মানববন্ধন কর্মসূচি পালন করবে শিক্ষার্থীরা।
আর পুলিশ বলছে, শিক্ষার্থীদের দাবি যৌক্তিক। তবে, তাদের আন্দোলনে বহিরাগতরা ডুকছে কিনা সেদিকে নজর রাখা হচ্ছে।
পরে দুপুর দুইটার পর অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।