এই ঈদ উপলক্ষে পাবনার কামার পল্লীগুলোতে পুড়ছে কয়লা, জ্বলছে লোহা
- আপডেট সময় : ০২:০২:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ জুন ২০২৩
- / ১৬০২ বার পড়া হয়েছে
আসন্ন পবিত্র ঈদ-উল-আজহা। আর এই ঈদ উপলক্ষে পাবনার কামার পল্লীগুলোতে পুড়ছে কয়লা, জ্বলছে লোহা। জেলার বিভিন্ন উপজেলার হাট-বাজারের কামার পল্লীগুলো এখন লোহা-হাতুড়ির টুং-টাং শব্দে মুখর। কারিগরদের নিখুঁত হাতুড়ির আঘাতে তৈরি হচ্ছে দা, বটি, চাকু, কুড়াল, ছুরি, চাপাতিসহ ধারালো সব পশু কাটার যন্ত্রপাতি।
কোরবানির ঈদের প্রয়োজনীয় চাপাতি দা ও চাপ তৈরিতে ব্যস্ত কামার পল্লীর কারিগররা। জেলা সদর, সাঁথিয়া সুজানগর, সহ সব উপজেলার হাট-বাজারে ঈদের এ সময়টাতে কামারদের কর্মব্যস্ততা বেড়ে যায়। ঈদকে ঘিরে আশার আলো দেখছেন কামাররা।
পশু জবাইয়ের সরঞ্জাম কেনার পাশাপাশি পুরাতন বটি, চাপাতি, ছুরিকে ধারালো করতে নিয়ে আসা হয় কামারের দোকানে। অন্য বছরের তুলনায় এ বছর কয়লা ও লোহার দাম বেড়ে যাওয়ায়, বেড়ে গেছে দা ছুরির দাম।
কোরবানীর ঈদের সময় শ্রমিকদের কাজের চাহিদা থাকে বেশি তাই বেতনও ভালো পাওয়া যায় বলে জানান শ্রমিকরা ।
কামারপল্লীর কারিগরদের বিভিন্ন সহযোগিতা ও প্রশিক্ষণ দেয়ার কথা জানালেন সাঁথিয়া উপজেলা প্রশাসনের এ শীর্ষ কর্মকর্তা
জিনিসপত্রের দাম বেড়ে গেছে তবুও এ বছর ভালো ব্যবসা করে টিকে থাকবে কামারপল্লীর শিল্পী ও কারিগররা।