এই নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন নির্বাচন সুষ্ঠু হবে না : দুলু
এস. এ টিভি
- আপডেট সময় : ০৮:০৯:৫১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৬ জানুয়ারী ২০২১
- / ১৫২৮ বার পড়া হয়েছে
এই নির্বাচন কমিশনের অধীনে দেশে কোন নির্বাচন সুষ্ঠু হবে না বলে মন্তব্য করেছেন বিএনপি’র সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।
বিকেলে শহরের টিএমএসএস মিলনায়তনে জেলা বিএনপি আয়োজিত স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন উপলক্ষে সমন্বয় সভায় এ কথা বলেন তিনি । এসময় দুলু আরো বলেন, এই কমিশন গণতন্ত্র ধ্বংস করে দেশের মানুষের ভোটের অধিকার কেড়ে নিয়েছে। ২০০৮ সালে সামছুল হুদা, ২০১৪ সালে রকিবুল হুদা ও এবার নুরুল হুদা, এই তিন হুদার বিচার বাংলাদেশের মাটিতে হবে বলেও ঘোষণা দেন তিনি। জেলা বিএনপি’র আহবায়ক জি এম সিরাজ এমপির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, রাজশাহী বিভাগীয় সুবর্নজয়ন্তী উৎসব পালন কমিটির আহবায়ক বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবেক মেয়র মিজানুর রহমান মিনু।