এই সংসদ জনগণের সংসদ নয় : গয়েশ্বর চন্দ্র রায়

- আপডেট সময় : ০৭:১৭:৪৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জানুয়ারী ২০২৪
- / ১৭৮৭ বার পড়া হয়েছে
দ্বাদশ সংসদের প্রথম অধিবেশনকে বিএনপি ও সকল বিরোধী দল কালো পতাকা মিছিলের মাধ্যমে তিরস্কার জানিয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়। আর বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, ডামি নির্বাচনের পর ডামি শপথে অবৈধ সংসদকে দেশের গণতান্ত্রিক মানুষ ঘৃণাভরে প্রত্যাখ্যান করেছে।
জাতীয় প্রেস ক্লাবের সমানে বিরোধী দলের নেতাকর্মীদের মুক্তি, ডামি সংসদ বাতিল ও এক দফা দাবিতে কালো ব্যানারে মানববন্ধনের আয়োজন করেন বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদ। এতে অংশ নিয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন, ৭ জানুয়ারির নির্বাচনে আওয়ামী লীগ ৭ শতাংশ ভোট পেয়েছে, বাকি ভোট বিএনপির। এদিকে, নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, দ্বিতীয় বাকশালী সংসদের কলঙ্কিত যাত্রা শুরু হয়েছে। সংসদের সব সদস্যই একদলের বলে দাবি করেন তিনি।